কোষ কি : বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে ।
নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার :
১) আদি কোষ: Prokaryotic cell
যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদি কোষ বলে।
যেমন- ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়ার কোষ
২) প্রকৃত কোষ : Eukaryotic Cell
যে কোষে সুগঠিত নউক্লিয়াস থাকে তাকে প্রকৃত কোষ বলে।
যেমন- সকল উদ্ভিদ ও প্রানীর কোষ
কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার :
দেহ কোষ : Somatic Cell
যেসব কোষ কোন জীবের দেহ গঠন করে তাদেরকে দেহ কোষ বলে ।জনন কোষ : Reproductive Cell
যেসব কোষ জীবের প্রজননে অংশগ্রহন করে তাদেরকে জনন কোষ বলে ।জনন কোষ দুই প্রকার
যথা- ১) পুং জনন কোষ বা পুং গ্যামেট বা শুক্রানু
২) স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট বা ডিম্বানু
ক্রোমোসোমের ভিত্তিতে :
১) হ্যাপ্লয়েড কোষ : Haploid Cell
যেমন-
পুং জনন কোষ বা শুক্রানু
পুরুষের শুক্রানুতে এক সেট অর্থাৎ ২৩ টি ক্রোমেসোম থাকে
স্ত্রীর ডিম্বানুতে এক সেট অর্থাৎ ২৩ টি ক্রোমোসোম থাকে
২) ডিপ্লয়েড কোষ : Diploid Cell
যে কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোসোম থাকে তাকে ডিপ্লয়েড কোষ বলে ।
যেমন-
জাইগোট , আমাদের সকল দেহ কোষ
আমাদের জাইগোটে এবং প্রতিটি দেহ কোষে দুই সেট অর্থাৎ ৪৬ টি ক্রোমোসোম আছে ।
৩) ট্রিপ্লয়েড কোষ :
যে কোষে তিন সেট ক্রোমোজোম থাকে, তাকে ট্রিপ্লয়েড কোষ বলে ।
যেমন- আবৃতবীজী উদ্ভিদের সস্য কোষ
কোষের প্রকারভেদ বিস্তারিত এই ভিডিওতে -
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
#biologyhelpline
cell types and structure, cell types biology, cell types prokaryotic and eukaryotic, types of cells types of cells prokaryotic and eukaryotic, types of cells in bangla, types of cells and their function