হৃৎপিন্ড ধমনির মাধ্যমে দেহের সর্বত্র অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে ।করোনারি ধমনি রক্ত সরবরাহ করে হৃৎপিন্ডের দেয়ালে ।এই ধমনির ভিতরে প্লেক জমে রক্ত চলাচলের পথ সংকীর্ন হয়ে গেলে হৃদপিন্ডের সংশ্লিষ্ট টিশ্যু প্রয়োজনীয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না ।তখন হৃৎপিন্ড যথাযথ ভাবে কাজ করতে পারে না । ফলে নানা রকম কষ্টকর উপসর্গ দেখা দেয় ।
অনেক সময় ব্লক মারাত্বক আকার ধারন করে।এসময় এনজিওপ্লাস্টিতে সুবিধা হয় না বা এনজিওপ্লাস্টি করা যায় না ।
আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই রোগের চিকিৎসা হলো বাইপাস সার্জারি । ইহা একটি ওপেন হার্ট সার্জারি । অর্থাৎ বক্ষ উন্মুক্ত করে হৃৎপিন্ডে এই অপারেশান করা হয় ।তখন দেহের অন্য স্থান থেকে রক্তনালী সংগ্রহ করা হয়।
অনেক সময় ব্লক মারাত্বক আকার ধারন করে।এসময় এনজিওপ্লাস্টিতে সুবিধা হয় না বা এনজিওপ্লাস্টি করা যায় না ।
আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই রোগের চিকিৎসা হলো বাইপাস সার্জারি । ইহা একটি ওপেন হার্ট সার্জারি । অর্থাৎ বক্ষ উন্মুক্ত করে হৃৎপিন্ডে এই অপারেশান করা হয় ।তখন দেহের অন্য স্থান থেকে রক্তনালী সংগ্রহ করা হয়।
সংগৃহীত এই রক্তনালী কে গ্রাফ্ট বলে ।অপারেশন করে বক্ষ উন্মুক্ত করা হয়।
ব্লক অপসারন করা হয় না। মহাধমনির সাথে গ্রাফ্টের সাহায্যে ব্লকের পরবর্তি অংশের করোনারি ধমনিকে যুক্ত করা হয়।
ইহাই বাইপাস সার্জারি বা Coronary Artery Bypass Grafting
সংক্ষেপে CABG