Biology 2nd paper
Chapter 11
জিনতত্ত্ব ও বিবর্তন MCQ
2nd paper chapter 11 Notes
1. জনন কোষ শুদ্ধতার সূত্রের ব্যতিক্রম -
i) সমপ্রকটতা ii) পরিপূরক জিন iii) মারন জিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. ক্রোমোজোমে বিদ্যমান -
i) সেন্ট্রোস্ফিয়ার ii) সেন্ট্রোমিয়ার iii) নিউক্লিক এসিড
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. প্রকৃত কোষে আছে -
i) ইনট্রন ii) সিসট্রন iii) এক্সন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. শুক্রানু এবং ডিম্বানু -
i) জনন কোষ ii) প্রকৃত কোষ iii) হ্যাপ্লয়েড কোষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. ফ্যাক্টরকে জিন হিসেবে নামকরণ করেন কে ?
ক) মেন্ডেল
খ) মর্গান
গ) লিনিয়াস
ঘ) জোহানসেন
6. জিন বিদ্যমান -
i) প্লাজমিডে ii) ক্লোরোপ্লাস্টে iii) মাইটোকন্ড্রিয়ায়
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. রঙ্গিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগ হর্নের পালক সাদা হওয়ার কারন -
ক) সমপ্রকটতা
খ) পরিপূরক জিন
গ) প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস
ঘ) প্রকট অ্যাপিস্ট্যাসিস
8. কোন ক্ষেত্রে অনুপাত ৯:৭ হয় ?
ক) প্রকট অ্যাপিস্ট্যাসিস
খ) পরিপূরক জিন
গ) পলিজিনিক ইনহ্যারিট্যান্স
ঘ) দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস
9. মায়োসিসে হয় -
i) ক্যারিওকাইনেসিস ii) মেটাকাইনেসিস iii) ইন্টারকাইনেসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বিদ্যমান -
i) হাতে ii) শুক্রাশয়ে iii) ডিম্বাশয়ে
কোনটি সঠিক ? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. Tt এর ব্যাকক্রস হতে পারে যার সাথে -
i) TT ii) Tt iii) tt
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. XX-XY পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় যার -
i) রুই মাছ ii) হাইড্রা iii) ঘাস ফড়িং
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রনকারী অ্যালিলিক জিনদুটি একই রকম হলে তাকে বলা হয় -
ক) হোমোথ্যালিক
খ) হোমোমর্ফিক
গ) হোমোজাইগাস
ঘ) হোমোলোগাস
14. আমাদের হাতে পায়ে আছে -
i) হোমোলোগাস ক্রোমোজোম ii) অটোজোম iii) সেক্স ক্রোমোজোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. অ্যান্টিজেন A, B এবং Rh অনুপস্থিত কোন গ্রুপের রক্তে ?
ক) A-
খ) B-
গ) AB-
ঘ) O-
16. Biology শব্দের প্রবর্তক ?
ক) ল্যামার্ক
খ) লিনিয়াস
গ) অ্যারিস্টটল
ঘ) ডারউইন
17. মেন্ডেল তত্ত্ব পুন:আবিষ্কৃত হয় কত সালে ?
ক) ১৮৫৭
খ) ১৮৬৬
গ) ১৮৭৫
ঘ) ১৯০০
18. নিউক্লিয়াসে বিদ্যমান -
i) নিউক্লিয়োজোম ii) নিউক্লিয়ার রেটিকুলাম iii) নিউক্লিয়োপ্লাজম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের দেহে আসে -
i) হিমোফিলিয়া ii) থ্যালাসেমিয়া iii) মায়োপিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. হিমোফিলিয়ায় রক্ত তঞ্চনের যে ফ্যাক্টর অনুপস্থিত থাকে -
i) VII ii) VIII iii) IX
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. একটি কোষে সর্বাধিক কতটি ক্রোমোজোম থাকতে পারে ?
ক) ৪৬
খ) ৯২
গ) ১৬০০
ঘ) ৪০০০
22. Pisum sativum কোষে কতটি ক্রোমোজোম বিদ্যমান ?
ক) ১২
খ) ১৪
গ) ২৪
ঘ) ২৮
23. একটি জনন কোষে সেক্স ক্রোমোজোম কয়টি ?
ক) ১ টি
খ) ১ জোড়া
গ) ২৩ টি
ঘ) ২৩ জোড়া
24. ক্রোমোজোমে বিদ্যমান -
i) নিউক্লিওটাইড ii) নিউক্লিওসাইড iii) নিউক্লিওজোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. ক্রোমোজোমের বিভাজন ঘটে যেখানে -
i) মাইটোসিস ii) মিয়োসিস-১ iii) মিয়োসিস-২
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন. 2nd paper Chapter 1 MCQ