Biology 2nd paper chapter 4
রক্ত ও সঞ্চালন নোট
2nd paper chapter 4 MCQ
রক্ত (Blood)
রক্তরস (Plasma)
রক্ত কনিকা (Blood Corpuscle)
লোহিত রক্তকনিকা (Erythrocyte)
# শ্বাসরঞ্জক :
যেসব রঞ্জক পদার্থ শ্বসন গ্যাস পরিবহন করে, তাদেরকে শ্বাসরঞ্জক বলে।
# শ্বসন গ্যাস :
শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই এদেরকে শ্বসন গ্যাস বলে।
# আমাদের শ্বাসরঞ্জক এর নাম কি ?
হিমোগ্লোবিন
# হিমোগ্লোবিন কোন ধরনের যৌগ ?
প্রোটিন (ক্রোমোপ্রোটিন)
# হিমোগ্লোবিনে কতটি পলিপ্যাপটাইড বিদ্যমান ?
৪ টি
স্টেমকোষ :
ভ্রুন অবস্থায় উৎপন্ন যেসকল কোষ আজীবন বিভাজনক্ষম থেকে দেহের প্রয়োজনে বিভিন্ন প্রকার কোষ উতপাদন করে, তাদেরকে স্টেম কোষ বলে।
# স্টেম কোষ কোথায় থাকে ?
লাল অস্থিমজ্জায়
# রক্ত কনিকা উতপাদন প্রক্রিয়াকে কি বলে ?
হিমাটোপয়েসিস (Hematopoiesis)
# দেহের কোন কোন অঙ্গে রক্তকনিকা তৈরি হয় ?
যকৃত, প্লিহা, লসিকা গ্রন্থি ্ও লাল অস্থিমজ্জা
রক্ত জমাট বাধা বা রক্ত তঞ্চন
# রক্ত তঞ্চনে মোট কতটি ফ্যাক্টর ভুমিকা পালন করে ?
১৩ টি
# রক্ত তঞ্চনের কোন কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া হয় ।
৮ নং ফ্যাক্টর - অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এবং
৯ নং ফ্যাক্টর - ক্রিস্টমাস ফ্যাক্টর
# রক্ত তঞ্চনে বাধা দেয় কে ?
হেপারিন
# কোন কোষ থেকে হেপারিন নি:সৃত হয় ?
বেসোফিল ও মাস্ট কোষ থেকে
হৃদস্পন্দন :
হৃদপিন্ডের একবার সংকোচন ও একবার প্রসারনকে একত্রে
হার্ট রেট বা পালস রেট :
প্রতি মিনিটে হৃদস্পন্দনের সংখ্যাকে পালস রেট বলে
লসিকা বা লিম্ফ (Lymph)
টিস্যু গঠনকারি কোষের ফাকে ফাকে যে তরল পদার্থ থাকে তাকে লসিকা বলে
টিস্যু :
একই উৎস থেকে উৎপন্ন এবং একই কাজে নিয়োজিত কোষগুচ্ছকে টিস্যু বলে
blood circulation of heart, blood circulation of human body, blood circulation, blood circulation in heart steps, blood circulation system, blood circulatory system, blood circulation meaning in bengali