Biology 1st paper chapter 11
জীবপ্রযুক্তি নোট
1st paper chapter 11 MCQ
মানব কল্যানে জীবকে ব্যাবহারের যেকোন প্রযুক্তিকেই জীবপ্রযুক্তি বলে। যেমন - টিস্যু কালচার, জেনেটিক ইন্জিনিয়ারিং ইত্যাদি
হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি (Karl Ereky) Biotechnology শব্দের প্রবর্তক
টিস্যু কালচার
গবেষনাগারে কোন টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই টিস্যু কালচার
# টিস্যু কালচারের জনক জার্মান উদ্ভিদ বিজ্ঞানী Gottlieb Haberlandt
মাতৃ উদ্ভিদ :
যে উদ্ভিদ থেকে টিস্যু কালচারের জন্য এক্সপ্লান্ট সংগ্রহ করা হয়
এক্সপ্লান্ট :
টিস্যু কালচারের জন্য মাতৃউদ্ভিদ থেকে সংগৃহিত টিস্যুকে এক্সপ্লান্ট বলে।
ক্যালাস :
টিস্যু কালাচারের সময় এক্সপ্লান্ট বিভাজিত হয়ে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয়, তাকে ক্যালাস বলে।
মাইক্রোপ্রোপাগেইশন :
অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উতপাদনের পদ্ধতিকে মাইক্রোপ্রোপাগেইশন বলে।
সাইব্রিড :
দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে সাইব্রিড বলে।
এন্ড্রোজেনেসিস :
টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ
সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড :
জেনেটিক ইন্জিনিয়ারিং
কাঙ্খিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির লক্ষ্যে কোন জীবের DNA তে পরিবর্তন ঘটানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে
রিকম্বিনেন্ট DNA :
একটি জীবের কোষ থেকে কোন কাঙ্খিত অংশ কেটে নিয়ে অন্য জীবের কোষের এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট DNA বলে
প্লাজমিড :
ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার ুদ্বিসূত্রক DNA অনু থাকে তাকে প্লাজমিড বলে
জিন ক্লোনিং :
কোন কাঙ্খিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাকে জিন ক্লোনিং বলে
PCR = Polymerase Chain Reaction
PCR কোষের বাইরে DNA এর সংখ্যা বৃদ্ধির দ্রুততম পদ্ধতি। আমেরিকান বিজ্ঞানী Kary Mullis এই পদ্ধতি আবিষ্কার করেন 1984 সালে
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ :
A. কৃষি ক্ষেত্রে :
১/ ট্রান্সজেনিক উদ্ভিদ :
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সাহায্যে ট্রান্সজিন সন্নিবেশিতকরনের মাধ্যমে সৃষ্ট কাঙ্খিত উদ্ভিদ
ট্রান্সজেনিক প্রানি :
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সাহায্যে ট্রান্সজিন সন্নিবেশিতকরনের মাধ্যমে সৃষ্ট কাঙ্খিত প্রানি
B. চিকিতসা ক্ষেত্রে
ইন্টারফেরন :
C. মলিকুলার ফার্মিং :
D. বায়োফার্মিং :
E. পরিবেশ ব্যবস্থাপনা :
জিনোম সিকুয়েন্সিং :
জিনোম :
কোন জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। অর্থাৎ একটি জীবের এক সেট ক্রোমোজোমে অবস্থিত সকল জিনসহ পূর্ণাঙ্গ DNA-ই জিনোম
একটি জীবের জিনোমকে ঐ জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়
জিনোম সিকোয়েন্স :
DNA অনুতে অনুদৈর্ঘ্যভাবে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগলো যে অনুক্রমে সজ্জিত থাকে তাকে জিনোম সিকোয়েন্স বলে।
জিনোম সিকোয়েন্সিং :
আরও দেখুন - 1st paper chapter 1 Notes
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
tissue culture definition, tissue culture process, genetic engineering and biotechnology,
biotechnology, biotechnology meaning, biotechnology meaning in bengali, biotechnology in bangladesh,