HSC Biology 1st paper chapter 11  Question and Answer
 

 Biology 1st paper chapter 11

জীবপ্রযুক্তি নোট

 

1st paper chapter 11 MCQ

 

মানব কল্যানে জীবকে ব্যাবহারের যেকোন প্রযুক্তিকেই জীবপ্রযুক্তি বলে। যেমন - টিস্যু কালচার, জেনেটিক ইন্জিনিয়ারিং ইত্যাদি

হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি (Karl Ereky)  Biotechnology শব্দের প্রবর্তক


টিস্যু কালচার

গবেষনাগারে কোন টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই টিস্যু কালচার

# টিস্যু কালচারের জনক জার্মান উদ্ভিদ বিজ্ঞানী Gottlieb Haberlandt 


মাতৃ উদ্ভিদ : 

যে উদ্ভিদ থেকে টিস্যু কালচারের জন্য এক্সপ্লান্ট সংগ্রহ করা হয়


এক্সপ্লান্ট : 

টিস্যু কালচারের জন্য মাতৃউদ্ভিদ থেকে সংগৃহিত টিস্যুকে এক্সপ্লান্ট বলে।


ক্যালাস : 

টিস্যু কালাচারের সময় এক্সপ্লান্ট বিভাজিত হয়ে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয়, তাকে ক্যালাস বলে।


মাইক্রোপ্রোপাগেইশন : 

অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উতপাদনের পদ্ধতিকে মাইক্রোপ্রোপাগেইশন বলে।


সাইব্রিড : 

দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে সাইব্রিড বলে।


এন্ড্রোজেনেসিস : 

নিষেক ছাড়াই শুক্রানু থেকে ভ্রুন সৃষ্টির প্রক্রিয়া


টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ  

১. হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন 
২. রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি 
৩. চারা উৎপাদন 
৪. বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ 
৫. ভ্রুন কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন 
৬. শংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন 
৭. মেরিস্টেম কালচার 
৮. অল্প সময়ে অধিক চারা উৎপাদন 
৯. হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন 
১০. কোষ আবাদ ও কেলাস টিস্যু আবাদ 
১১. দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার 
১২. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি 
১৩. ভ্রুন উদ্ধার 
১৪. দেহজ ভ্রুণ সৃষ্টি 
১৫. বৈদেশিক মুদ্রা অর্জন 


সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড : 

দুটি প্রজাতির প্রোটোপ্লাস্ট এর মিলনে যে উন্নত জাত সৃষ্টি হয় সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড বলে 

পোম্যাটো সাইব্রিড এর উদাহরণ। আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমে পোম্যাটো উদ্ভিদ সৃষ্টি হয়

জেনেটিক ইন্জিনিয়ারিং

কাঙ্খিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির লক্ষ্যে কোন জীবের DNA তে পরিবর্তন ঘটানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে 


রিকম্বিনেন্ট DNA : 

একটি জীবের কোষ থেকে কোন কাঙ্খিত  অংশ কেটে নিয়ে অন্য জীবের কোষের  এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন  সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট DNA বলে


প্লাজমিড : 

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার ‍ুদ্বিসূত্রক DNA অনু থাকে তাকে প্লাজমিড বলে


জিন ক্লোনিং : 

কোন কাঙ্খিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাকে জিন ক্লোনিং বলে 

PCR = Polymerase Chain Reaction 

PCR কোষের বাইরে DNA এর সংখ্যা বৃদ্ধির দ্রুততম পদ্ধতি। আমেরিকান বিজ্ঞানী Kary Mullis এই পদ্ধতি আবিষ্কার করেন 1984 সালে


রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ : 


A. কৃষি ক্ষেত্রে : 

১/ ট্রান্সজেনিক উদ্ভিদ : 

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সাহায্যে ট্রান্সজিন সন্নিবেশিতকরনের মাধ্যমে সৃষ্ট কাঙ্খিত উদ্ভিদ

ট্রান্সজেনিক প্রানি : 

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সাহায্যে ট্রান্সজিন সন্নিবেশিতকরনের মাধ্যমে সৃষ্ট কাঙ্খিত প্রানি

২/ গুণগত মান উন্নয়নে 
৩/ সুপার রাইস বা গোল্ডেন রাইস 
৪/ রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে 
৫/ নাইট্রোজেন সংবন্ধনে 
৬/ দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে 
৭/ বীজহীন ফল সৃষ্টিতে 

B. চিকিতসা ক্ষেত্রে

ইনসুলিন হরমোন এক প্রকার প্রোটিন। ইহাতে ২টি পলিপেপটাইড চেইন বিদ্যমান
এর A চেইনে আছে ২১ টি অ্যামিনো এসিড এবং B চেইনে আছে ৩০ টি অ্যামিনো এসিড

ইন্টারফেরন

ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয় 


C. মলিকুলার ফার্মিং : 

D. বায়োফার্মিং : 

E. পরিবেশ ব্যবস্থাপনা : 


জিনোম সিকুয়েন্সিং : 

জিনোম : 

কোন জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। অর্থাৎ একটি জীবের এক সেট ক্রোমোজোমে অবস্থিত সকল জিনসহ পূর্ণাঙ্গ DNA-ই জিনোম

একটি জীবের জিনোমকে ঐ জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় 

জিনোম সিকোয়েন্স : 

DNA অনুতে অনুদৈর্ঘ্যভাবে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগলো যে অনুক্রমে সজ্জিত থাকে তাকে জিনোম সিকোয়েন্স বলে। 

জিনোম সিকোয়েন্সিং

কোন জীবের জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করাকে জিনোম সিকোয়েন্সিং বলে। অর্থাৎ একটি ডিএনএ সূত্রকে বেসপেয়ার সাজানোর ক্রম যে প্রক্রিয়ায় নির্ণয় করা হয় তাকে ডিএনএ সিকোয়েন্সিং বলে 


আরও দেখুন - 1st paper chapter 1 Notes


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
 

tissue culture definition, tissue culture process, genetic engineering and biotechnology, 

biotechnology, biotechnology meaning, biotechnology meaning in bengali, biotechnology in bangladesh,