HSC Biology 1st paper chapter 10  Question and Answer

 Biology 1st paper chapter 10

উদ্ভিদ প্রজনন নোট


1st paper chapter 10 MCQ

 

আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন

দুই প্রকার বিপরীতধর্মী জনন কোষের মিলনের মাধ্যমে যে প্রজনন সম্পন্ন হয় তাকে যৌন প্রজনন বলে।

* উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট।
স্পোরোফাইট বা রেনুধর উদ্ভিদে স্পোর বা রেনু সৃষ্টি হয় ।

* উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট ।
গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি হয় ।

স্পোরোফাইট উদ্ভিদে সৃষ্ট স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।
অর্থাৎ স্পোর থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয় ।

গ্যামেটোফাইটে উৎপন্ন দুই প্রকার গ্যামেট মিলিত হয়ে সৃষ্টি হয় জাইগোট। আর এই জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। অর্থাৎ 
জাইগোট থেকে স্পোরোফাইটে সৃষ্টি হয়।

* আবৃতবীজী উদ্ভিদগুলো হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু 

অর্থাৎ এদের ২ প্রকার রেনু উৎপন্ন হয় । যথা - 
১) মাইক্রোস্পোর বা পরাগরেনু 
২) মেগাস্পোর বা স্ত্রীরেনু

পরাগরেনুর গঠন 


# গ্যামেটোফাইট : gametophyte 

উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে গ্যামেটোফাইট বলে। গ্যামেটোফাইটে গ্যামেট সৃষ্টি হয় ।


# গ্যামেটোফাইট এর প্রথম কোষ কোনটি ?

গ্যামেটোফাইট এর প্রথম কোষ হলো স্পোর। 


স্পোরোফাইট : sporophyte 

উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে স্পোরোফাইট বলে। স্পোরোফাইটে স্পোর সৃষ্টি হয়।


# স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি ?

 জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট থেকে ভ্রুন এবং ভ্রুন থেকে পূর্নাঙ্গ স্পোরোফাইট উদ্ভিদ সৃষ্টি হয় ।


পুংগ্যামিটোফাইটের বিকাশ

মাইক্রোস্পোর বা পরাগরেনু থেকে সৃষ্টি হয়  পুংগ্যামেটোফাইট।

development of male gametophyte
পুংগ্যমিটোফাইটের বিকাশ

পরাগরেনু পরাগধানীর পরাগথলিতে থাকা অবস্থায়ই তার বিকাশ শুরু হয় ।
এরপর পরাগায়নের ফলে পরাগরেনু গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়ার পর পরিপূর্ন পুং গ্যামেটোফাইটের বিকাশ ঘটে ।

* পরাগরেনু ,পরাগ নালিকা ,নালিকা নিউক্লিয়াস এবং দুটি পুং জনন কোষ বা শুক্রানু নিয়ে গঠিত হয় পুং গ্যামেটোফাইট।

পুং গ্যামেটোফাইটের বিকাশ বিস্তারিত এখানে


স্ত্রীগ্যামিটোফাইটের বিকাশ

ফুলের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে সৃষ্টি হয় স্ত্রীরেনু ।

মেগাস্পোর বা স্ত্রী রেনু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট।

development of  female gametophyte
স্ত্রীগ্যমিটোফাইটের বিকাশ


* ডিম্বানু ,সহকারি কোষ ,গৌন নিউক্লিয়াস ও প্রতিপাদ কোষ নিয়ে গঠিত হয় স্ত্রী গ্যামেটোফাইট।


স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বিস্তারিত এখানে


নিষেক

দুই প্রকার বিপরীতধর্মী জনন কোষের মিলনকে নিষেক বলে 


দ্বিনিষেক (double fertilization) :

সপুষ্পক উদ্ভিদে প্রায় একই সময়ে একটি পুং গ্যামেট মিলিত হয় ডিম্বাণুর সাথে এবং অপর একটি পুং গ্যামেট মিলিত হয় সেকেন্ডারী নিউক্লিয়াসের সাথে, এই ঘটনাকে দ্বিনিষেক (Double fertilization) বলে।


ত্রিমিলন (Triple Fusion) :

সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর অপর একটি পুং গ্যামেট সেকেন্ডারী নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এই ঘটনাকে ত্রিমিলন (Triple fusion) বলে।এর ফলে ট্রিপ্লয়েড সস্য (Endosperm) সৃষ্টি হয়।


জনুক্রম (alternation of generations) :

কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড(n) ও ডিপ্লয়েড(2n) দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।


নিষেকের পরিনতি

নিষেকের ফলে গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়


অযৌন প্রজনন

দুই প্রকার বিপরীতধর্মী জননকোষ শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়াই যে প্রজনন সম্পন্ন হয় তাকে অযৌন প্রজনন বলে 


পারথেনোজেনেসিস


পার্থেনোজেনেসিস (Parthenogenesis)

নিষেক ছাড়াই ডিম্বানু থেকে ভ্রুন সৃষ্টির প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বলে।


পার্থেনোকার্পি  (Parthenocarpy)

নিষেক ছাড়াই হরমোনের ক্রিয়ায় গর্ভাশয় ফলে পরিনত হ‌ওয়ার প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে। এই প্রক্রিয়ায় উৎপন্ন ফলকে পারথেনোকার্পিক ফল বলে। যেমন - কলা 


অ্যান্ড্রোজেনেসিস : 

নিষেকক্রিয়া ছাড়াই শুক্রানু থেকে ভ্রুন সৃষ্টির প্রক্রিয়া 


অ্যাপোস্পোরি

ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রুনথলির ডিপ্লয়েড ডম্বানুটি থেকে নিষেক ছাড়াই ভ্রুন সৃষ্টির প্রক্রিয়া

অ্যাডভেনটেটিভ এমব্রায়োনি

ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোন কোষ হতে ভ্রুনথলি গঠণ ছাড়াই ভ্রুন সৃষ্টির প্রক্রিয়া


অ্যাপোগ্যামি

ডিম্বানু ছাড়া ভ্রুনথলির অন্য যেকোন কোষ থেকে নিষেক ছাড়াই ভ্রুন সৃষ্টির প্রক্রিয়া

অ্যাগামোস্পার্মি

নিষেক ছাড়া ভ্রুন সৃষ্টির সকল প্রক্রিয়াকে সামগ্রিকভাবে অ্যাগামোস্পার্মি বলে


উদ্ভিদের কৃত্রিম প্রজনন

দুটি বিসদৃশ ও নির্বাচিত উদ্ভিদের মধ্যে যেখানে প্রাকৃতিক উপায়ে পরাগায়ন ও প্রজনন ঘটানো সম্ভব সেখানে নিয়ন্ত্রিত উপায়ে পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করে উন্নত জাত সৃষ্টি করাকে উদ্ভিদের কৃত্রিম প্রজনন বলে 


কৃত্রিম হাইব্রিডাইজেশন : 

ভিন্নতর জেনেটিক বৈশিষ্ট্যমণ্ডিত দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করানোর প্রক্রিয়াকে কৃত্রিম হাইব্রিডাইজেশন বলে 


IRRI = International Rice Research Institute 

ইহা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত


BRRI = Bangladesh Rice Research Institute 

ইহা গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত  


সবুজ বিপ্লবের জনক আমেরিকান বিজ্ঞানী Norman Earnest Borlaug 

তিনি উচ্চ ফলনশীল গম আবিষ্কার করে 1970 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 


বিস্তারিত এই ভিডিওতে .....



আরও দেখুন - 1st paper chapter 11 Notes


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
 

reproduction meaning, reproduction meaning in bengali, reproduction definition, sexual reproduction, asexual reproduction, plant reproduction, sexual reproduction of angiosperm, male gametophyte, female gametophyte, asexual reproduction, artificial reproduction of plants