SSC Biology chapter 12
জীবের বংশগতি ও বিবর্তন MCQ
1. জীবের একটি কোষে সর্বোচ্চ কতটি ক্রোমোজোম থাকতে পারে -
ক) 23
খ) 46
গ) 92
ঘ) 1600
2. 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের DNA তে কতটি নিউক্লিওটাইড আছে
ক) 10
খ) 20
গ) 30
ঘ) 40
3. এক সূত্রক নিউক্লিক এসিডে বিদ্যমান -
i) পিউরিন ii) শর্করা iii) ইউরাসিল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. দুই প্রকার নিউক্লিক এসিডে পার্থক্য -
i) সুগারে ii) ফসফেটে iii) ক্ষারকে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. বংশগতির ভৌত ভিত্তি হলো -
ক) প্রোটোপ্লাজম
খ) ক্রোমোজোম
গ) নিউক্লিক এসিড
ঘ) DNA
6. পিউরিন ক্ষারক কোনটি ?
ক) থাইমিন
খ) সাইটোসিন
গ) গুয়ানিন
ঘ) ইউরাসিল
7. আদি কোষে আছে -
i) DNA ii) RNA iii) Protein
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. ইউরাসিলের পরিপূরক ক্ষারক -
ক) এডিনিন
খ) গুয়ানিন
গ) থাইমিন
ঘ) সাইটোসিন
9. DNA এর এক্স-রে ছবি তুলেছিলেন -
ক) স্ট্রাসবার্জার
খ) ওয়াটসন
গ) ফ্রাঙ্কলিন
ঘ) ক্রিক
10. আমাদের দেহে আছে -
i) পলিপ্যাপটাইড ii) পলিস্যাকারাইড iii) পলিনিউক্লিওটাইড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. নিউক্লিওজোম কার অংশ -
ক) মাইটোকন্ড্রিয়া
খ) ক্লোরোপ্লাস্ট
গ) লাইসোজোম
ঘ) ক্রোমোজোম
12. ক্রোমোজোম আবিষ্কৃত হয় কত সালে -
ক) ১৬৬৫
খ) ১৮৭৫
গ) ১৯৫৩
ঘ) ১৯৭৪
13. Evolution শব্দের প্রবর্তক -
ক) ডারউইন
খ) ওয়ালেস
গ) স্পেনসার
ঘ) ম্যালথাস
14. DNA তে নেই -
ক) পিউরিন
খ) পাইরিমিডিন
গ) ইউরাসিল
ঘ) ফসফেট
15. একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কতটি ডিম পাড়ে-
ক) ১০ লক্ষ
খ) ১৫ লক্ষ
গ) ১ কোটি নব্বই লক্ষ
ঘ) ৩ কোটি
16. বংশগতিবস্তুর হঠাৎ পরিবর্তনকে বলা হয় -
ক) হাইব্রিডাইজেশান
খ) এডাপটেশান
গ) মিউটেশান
ঘ) আইসোলেশান
17. বিবর্তন তত্ত্বের ভিত্তিতে নতুন প্রজাতি সৃষ্টির উপায় -
i) Isolation ii) Hybridization iii) Polyploidy
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. ক্রোমোজোমে বিদ্যমান -
i) নিউক্লিওজোম ii) সেন্ট্রোমিয়ার iii) স্যাটেলাইট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. বংশগতির রাসায়নিক ভিত্তিতে বিদ্যমান -
i) নিয়োক্লিয়োজোম ii) সেন্ট্রোস্ফিয়ার iii) ক্রোমোনেমাটা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. একটি শুক্রানুতে সেক্স ক্রোমোজোম কয়টি ?
ক) ১ টি
খ) ১ জোড়া
গ) ২৩ টি
ঘ) ২৩ জোড়া
21. আমাদের হাতে পায়ে আছে -
i) অটোজোম ii) সেক্স ক্রোমোজোম iii) অ্যালিল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. ইশিহারা চার্টের 74 বর্নান্ধ মানুষ কত দেখে -
ক) দেখে না
খ) 47
গ) 24
ঘ) 21
23. প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রকাশিত হয় কত সালে -
ক) 1859
খ) 1875
গ) 1901
ঘ) 1962
24. একটি জিনের বিভিন্ন রূপকে বলা হয় -
ক) লোকাস
খ) জিনোম
গ) অ্যালিল
ঘ) বিবর্তন
25. অটোজোমের মাধ্যমে সন্তানের দেহে আসে -
ক) থ্যালাসেমিয়া
খ) বর্নান্ধতা
গ) রক্তশূন্যতা
ঘ) হিমোফিলিয়া
আরও দেখুন. Chapter 1 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর