Biology 2nd paper Chapter 2
ঘাস ফড়িং MCQ
রুই মাছ MCQ
1. ঘাস ফড়িং এর আছে -
i) মেটামেয়ার ii) টেগমাটা iii) টিবিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. ঘাস ফড়িং এর আছে ১ জোড়া -
i) ট্যাগমাটা ii) ট্যাগমিনা iii) লালা গ্রন্থি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. ঘাস ফড়িং এর আছে ৬ জোড়া -
i) হেপাটিক সিকা ii) অ্যালারি পেশি iii) প্রশ্বাসী স্পাইরাকল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. বহি:কোষীয় পরিপাক হয় যেখানে-
i) পাকস্থলী ii) সিলেন্টেরন iii) মেসেন্টেরন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. ঘাস ফড়িং এর ট্যাগমাটা কয়টি ?
ক) ৩ টি
খ) ৬ টি
গ) ১১ টি
ঘ) ১৪ টি
6. ঘাস ফড়িং এর আছে -
i) অন্ননালী ii) শ্বাস নালী iii) নিউমেটিক নালী
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. ঘাস ফড়িং কোন বর্গের ?
ক) Acrididae
খ) Insecta
গ) Perciformes
ঘ) Orthoptera
8. ঘাস ফড়িং এর প্রধান রেচন অঙ্গ -
ক) বৃক্ক
খ) নেফ্রিডিয়া
গ) ম্যালপিজিয়ান বডি
ঘ) ম্যালপিজিয়ান নালি
9. মেন্টাম ও সাবমেন্টাম কোন উপাঙ্গে -
ক) ল্যাব্রাম
খ) ল্যাবিয়াম
গ) ম্যান্ডিবল
ঘ) ম্যাক্সিলা
10. ঘাস ফড়িং এর প্রধান রেচন বর্জ্য -
ক) অ্যামোনিয়া
খ) ইউরিয়া
গ) ইউরিক এসিড
ঘ) অ্যামাইনো এসিড
11. নাইট্রোজেনঘঠিত বর্জ্য অপসারণ করে -
i) ইউরিকোজ গ্রন্থি ii) নেফ্রোসাইট iii) ইউরেট কোষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. ঘাস ফড়িং এর গন -
i) Acrida ii) Poekilocerus iii) Phlaeoba
কোনটি সঠিক?
ক) ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. প্রতিটি ওমাটিডিয়ামে আছে একটি -
i) কর্নিয়া ii) ক্রিস্টালাইন কোন কোষ iii) রেবডোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. ঘাস ফড়িং এর জীবন চক্রে আছে -
i) একডাইসিস ii) গ্যামেটোজেনেসিস iii) মেটামর্ফোসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. ঘাস ফড়িং......প্রানী
i) ইউরিকোটেলিক ii) ওভিপ্যারাস iii) হার্বিভোর
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. উজ্জ্বল আলোয় সৃষ্ট প্রতিবিম্ব -
i) সুপার পজিশন ii) অ্যাপোজিশন iii) মোজাইক
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. পুরুষ ঘাস ফড়িং এর আছে -
i) সেমিনাল ভেসিকল ii) ক্ষেপন নালি iii) স্পার্মাথিকা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. ঘাস ফড়িং এর বক্ষে দুই জোড়া -
i) শ্বাসছিদ্র ii) ডানা iii) স্টার্নাম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. দুইবার খোলস মোচনের মধ্যবর্তী পর্যায় -
ক) স্টেডিয়াম
খ) এক্সুভি
গ) ইনস্টার
ঘ) একডাইসিস
20. ম্যাক্সিলার অংশ -
i) ল্যাসিনিয়া ii) গ্লোসা iii) গ্যালিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. ঘাস ফড়িং প্রথম জোড়া ডানাকে কী বলা হয় ?
ক) ট্যাগমিনা
খ) ট্যাগমাটা
গ) টিবিয়া
ঘ) স্টার্নাম
22. ঘাস ফড়িং এর উদরের নবম খন্ডকে বিদ্যমান -
i) সাব জেনিটাল প্লেট ii) জনন ছিদ্র iii) ওভিপজিটর
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. ঘাস ফড়িং এর শ্বসন অঙ্গ -
i) স্পাইরাকল ii) ব্রঙ্কিওল iii) ট্রাকিওল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
24. ঘাস ফড়িং এর দাঁত কোথায় ?
ক) অন্ন নালী
খ) ক্রপ
গ) গিজার্ড
ঘ) মেসেন্টেরন
25. ঘাস ফড়িং এর আছে -
i) নেফ্রোসাইট ii) হিমোসাইট iii) কোয়ানোসাইট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন- 2nd paper Chapter 3 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর