Biology 2nd paper Chapter 2
রুই মাছ MCQ
2nd paper Chapter 2 Hydra MCQ
1. রুই মাছের আছে -
i) অন্ননালী ii) শ্বাস নালী iii) নিউমেটিক নালী
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. পটকা যে শ্রেনীতে বিদ্যমান
i) Chondrichthyes ii) Actinopterygii iii) Sarcopterygii
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. রেটিয়া মিরাবিলিয়া কোন অঙ্গে বিদ্যমান ?
ক) অন্ননালী
খ) পাকস্থলী
গ) পটকা
ঘ) লেজ
4. রক্ত জালিকা সমৃদ্ধ পটকা কোন শ্রেনিতে ?
ক) Chondrichthyes
খ) Actinopterygii
গ) Sarcopterygii
ঘ) Petromyzontida
5. জোড় পাখনা -
i) বক্ষ পাখনা ii) পুচ্ছ পাখনা iii) শ্রোনি পাখনা
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. চোয়াল বিহীন -
i) স্টার ফিশ ii) হ্যাগ ফিশ iii) জেলী ফিশ
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. গ্যাস্ট্রুলা আছে যার -
i) হাইড্রা ii) ঘাস ফড়িং iii) রুই মাছ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. প্লবতা রক্ষাকারী অঙ্গ -
ক) ফুলকা
খ) পটকা
গ) হৃৎপিণ্ড
ঘ) যকৃত
9. মাছের আছে -
i) হেপাটিক পোর্টাল শিরা ii) হেপাটিক শিরা iii) রেনাল পোর্টাল শিরা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. ভেন্ট্রাল এওর্টা রক্ত বহন করে কোন অঙ্গে ?
ক) ফুলকা
খ) পটকা
গ) হৃৎপিণ্ড
ঘ) যকৃত
11. কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যে অঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয় -
i) সাইনাস ভেনোসাস ii) ভেন্ট্রিকল iii) বাল্বাস আর্টারিওসাস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. মাছের ডর্সাল এওর্টা থেকে উৎপত্তি লাভ করে -
i) রেনাল ধমনি ii) কডাল ধমনি iii) ইলিয়াক ধমনি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. মাছে বিদ্যমান -
i) অ্যাট্রিয়াম ii) সাইনাস ভেনোসাস iii) কোনাস আর্টারিওসাস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. মাছের ডর্সাল এওর্টা থেকে রক্ত যায় -
i) মাথায় ii) লেজে iii) বৃক্কে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. মেসর্কিয়াম কোন অঙ্গের সাথে সম্পর্কিত ?
ক) ফুলকা
খ) পটকা
গ) শুক্রাশয়
ঘ) যকৃত
16. ওয়েবেরিয়ান অসিকল পটকাকে কোন অঙ্গের সাথে যুক্ত করে ?
ক) ফুলকা
খ) অন্ত:কর্ন
গ) হৃৎপিণ্ড
ঘ) যকৃত
17. ব্রাঙ্কিওস্টিগাল পর্দা কোন অঙ্গে ?
ক) চোখ
খ) কানকো
গ) হৃৎপিণ্ড
ঘ) ফুলকা
18. রুই মাছের আছে চার জোড়া -
i) অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনি ii) ফুলকা iii) ক্যারোটিড ধমনি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. মাছের শ্রেনি -
i) Sarcopterygii ii) Chondrichthyes iii) Actinopterygii
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. রুই মাছের শ্রেনিতে বিদ্যমান আইশ -
i) গ্যানয়েড ii) টিনয়েড iii) সাইক্লয়েড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. রুই মাছের লার্ভা দশার সমাপ্তি হয় কত ঘন্টা পর ?
ক) ৩৬
খ) ৪৮
গ) ৭২
ঘ) ৯৬
22. অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস কোন তন্ত্রে ?
ক) শিরা তন্ত্র
খ) ধমনি তন্ত্র
গ) শ্বসন তন্ত্র
ঘ) রেচন তন্ত্র
23. রুই মাছের আছে এক জোড়া -
i) ম্যাক্সিলারি বার্বেল ii) পুচ্ছ পাখনা iii) ল্যাটেরাল অ্যাওর্টা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
24. আইশে বিদ্যমান -
i) ফোকাস ii) সার্কুলাস iii) রেডিই
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. মেজর কার্প মাছ -
i) ইলিশ ii) কাতলা iii) কালিবাউশ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন. Chapter 2 Grasshopper MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর