SSC Biology chapter 5
খাদ্য পুষ্টি ও পরিপাক MCQ
SSC Biology chapter 5 Notes
1. যকৃতে উৎপন্ন পলিস্যাকারাইড -
ক) শ্বেতসার
খ) গ্লুকোজ
গ) গ্লিসারল
ঘ) গ্লাইকোজেন
2. চর্বি পরিপাকে উৎপন্ন হয় -
i) অ্যামাইনো এসিড ii) ফ্যাটি এসিড iii) গ্লিসারল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. ডায়রিয়ার জীবাণু -
i) ভাইরাস ii) ব্যাকটেরিয়া iii) প্রোটোজোয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয় -
i) গ্লুকোজ ii) আমিষ iii) লিপিড
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. আমাদের দেহে পরিপাক হয় না -
i) অ্যামিনো এসিড ii) ফ্যাটি এসিড iii) গ্লুকোজ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. অগ্নাশয় রসে বিদ্যমান -
i) অ্যামাইলেজ ii) ট্রিপসিন iii) ইনসুলিন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. ক্ষুদ্রান্ত্রে হয় -
i) পরিপাক ii) শোষন iii) আত্তীকরন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii
8. পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশ কোনটি?
ক) অন্ননালী
খ) পাকস্থলী
গ) ক্ষুদ্রান্ত্র
ঘ) বৃহদান্ত্র
9. কিসের সাথে অ্যাপেনডিক্স যুক্ত থাকে ?
ক) ডিওডেনাম
খ) ইলিয়াম
গ) সিকাম
ঘ) কোলন
10. ক্ষুদ্রান্ত্র থেকে সারা দেহে পরিবাহিত হয় -
i) অ্যামিনো এসিড ii) ফ্যাটি এসিড iii) গ্লিসারল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. শর্করা পরিপাকে অংশ নেয় -
i) অ্যামাইলেজ ii) মলটেজ iii) টায়ালিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. লালারসে বিদ্যমান-
i) মলটেজ ii) মিউসিন iii) টায়ালিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. আমাদের দেহের রসায়ন গবেষনাগারে উৎপন্ন হয় -
i) পিত্তরস ii) ইউরিয়া iii) ইউরিক এসিড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. খাদ্য পরিপাকের জন্য এনজাইম নি:সৃত করে -
i) যকৃত ii) অগ্নাশয় iii) প্যারোটিড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. আমিষ পরিপাক হয় -
i) মুখে ii) পাকস্থলীতে iii) ক্ষুদ্রান্ত্রে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. আমাদের আছে ৮ টি -
i) কর্তন দাত ii) ছেদন দাত iii) অগ্রপেষন দাত
কোনটি সঠিক?
ক) i খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হয় -
i) সোডিয়াম ii) ম্যাগনেশিয়াম iii) পটাশিয়াম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. মানব দেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে -
ক) BMR
খ) TSP
গ) ATP
ঘ) BMI
19. উদ্ভিদের ক্লোরোসিস হয় যার অভাবে -
i) আয়রন ii) ম্যাগনেশিয়াম iii) পটাশিয়াম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. সালফারের অভাবে হয় -
i) ক্লোরোসিস ii) ডাইব্যাক iii) পাতায় লাল দাগ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. চর্বি জমা থাকে যেখানে -
i) মাংসপেশী ii) যকৃত iii) মস্তিষ্ক
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. কতটি উপাদান উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হয় ?
ক) ৬০
খ) ১৬
গ) ১০
ঘ) ৬
23. আদর্শ খাদ্য পিরামিডে সবচেয়ে নিচে থাকে -
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ
ঘ) ভিটামিন
24. ১০০ গ্রাম রান্নার তেল থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায় ?
ক) ২৭৩
খ) ৩৪৬
গ) ৩৬০
ঘ) ৯০০
25. ভিটামিনের অভাবে হয় -
i) রিকেটস ii) বাতজ্বর iii) রক্তশূন্যতা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন - Chapter 6 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও। এরপর