SSC Biology chapter 6
জীবে পরিবহন MCQ
SSC Biology chapter 6 Notes
1. হৃৎপিণ্ডের দেয়ালের সবচেয়ে বাইরের স্তর -
ক) পেরিকার্ডিয়াম
খ) মায়োকার্ডিয়াম
গ) এপিকার্ডিয়াম
ঘ) এন্ডোকার্ডিয়াম
2. হৃৎপিণ্ডে আছে -
i) মায়োফাইব্রিল ii) মায়োসিন iii) মায়োকার্ডিয়াম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. রক্তে আছে -
i) প্রোটিন ii) অ্যান্টিজেন iii) অ্যান্টিবডি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. O নেগেটিভ রক্তে আছ
ক) অ্যান্টিজেন A
খ) অ্যান্টিজেন B
গ) অ্যান্টিবডি b
ঘ) Rh ফ্যাক্টর
5. ফুসফুসে রক্ত আসে কোন প্রকোষ্ঠ থেকে ?
ক) বাম অলিন্দ
খ) ডান অলিন্দ
গ) বাম নিলয়
ঘ) ডান নিলয়
6. ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা ?
ক) সেমিলুনার
খ) ট্রাইকাসপিড
গ) বাইকাসপিড
ঘ) মাইট্রাল
7. রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় -
i) অ্যামিনো এসিড ii) ফ্যাটি এসিড iii) গ্লিসারল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. ফ্লুইড অব লাইফ হলো -
ক) রক্ত
খ) পানি
গ) সাইটোপ্লাজম
ঘ) প্রোটোপ্লাজম
9. কোন কোষ অ্যান্টিবডি গঠন করে ?
ক) বেসোফিল
খ) নিউট্রোফিল
গ) মনোসাইট
ঘ) লিম্ফোসাইট
10. হৃৎপিণ্ডের দেয়ালে রক্ত সরবরাহ করে -
ক) পালমোনারি ধমনি
খ) পালমোনারি শিরা
গ) করোনারি ধমনি
ঘ) ক্যারোটিড ধমনি
11. রক্ত কনিকা উৎপন্ন হয় যে টিস্যুতে -
ক) তরল যোজক টিস্যু
খ) কঙ্কাল যোজক টিস্যু
গ) ঐচ্ছিক পেশি টিস্যু
ঘ) হৃৎপেশি টিস্যু
12. হৃৎপিণ্ডে যার মাধ্যমে CO2 যুক্ত রক্ত প্রবেশ করে -
i) নিম্ন মহাশিরা ii) পালমোনারি শিরা iii) উর্ধ্ব মহাশিরা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. জাইলেম ও ফ্লোয়েম উভয়ই বিদ্যমান -
i) মূলে ii) কান্ডে iii) পাতায়
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. A পজিটিভ রক্তে বিদ্যমান-
i) অ্যান্টিজেন A ii) অ্যান্টিবডি A iii) Rh factor
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. শ্বেত কনিকা উৎপাদন করে -
i) হিস্টামিন ii) হেপারিন iii) এন্টিবডি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. পাতায় হয় -
i) ট্রান্সপিরেশান ii) রেসপিরেশান iii) ফসফোরাইলেশান
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. কপাটিকা বিদ্যমান -
i) শিরায় ii) ধমনিতে iii) হৃৎপিণ্ডে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. রক্ত নাইট্রোজেনঘটিত বর্জ্য পরিবহন করে কোন অঙ্গের দিকে -
ক) ফুসফুস
খ) যকৃত
গ) প্লিহা
ঘ) বৃক্ক
19. বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বিদ্যমান -
i) মাইট্রাল কপাটিকা ii) সেমিলুনার কপাটিকা iii) বাইকাসপিড কপাটিকা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. কোলেস্টেরল ভূমিকা রাখে -- তৈরিতে
i) ভিটামিন ii) হরমোন iii) প্লাজমালেমা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. রক্ত কনিকা পরিবহন করে -
i) অক্সিজেন ii) কার্বন ডাই অক্সাইড iii) হরমোন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. O2 যুক্ত রক্ত থাকে যে প্রকোষ্ঠে -
i) ডান অলিন্দ ii) বাম অলিন্দ iii) বাম নিলয়
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. শিরার সবচেয়ে ভিতরের স্তর -
ক) সেরোসা
খ) টিউনিকা ইন্টার্না
গ) টিউনিকা এক্সটার্না
ঘ) মিউকোসা
24. O2 যুক্ত রক্ত পরিবহন করে -
i) হেপাটিক ধমনি ii) রেনাল ধমনি iii) পালমোনারি শিরা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. রক্তে আছে -
i) প্লাজমা ii) প্লাজমালেমা iii) প্লাজমা প্রোটিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন. Chapter 8 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও। এরপর