SSC Biology Chapter 8
রেচন প্রক্রিয়া MCQ
SSC Biology chapter 8 Notes
1. বৃক্ক বিকলের কারন হতে পারে -
i) ডায়রিয়া ii) আমাশয় iii) ডায়াবেটিস
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. নাইট্রোজেনঘঠিত উপাদান -
i) আমিষ ii) ইউরিয়া iii) গুয়ানিন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. বৃক্কে বিদ্যমান -
i) সংগ্রাহক নালিকা ii) ইউরিনিফেরাস নালিকা iii) ম্যালপিজিয়ান নালিকা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. যে কারণে বৃক্কে পাথর হতে পারে -
i) অতিরিক্ত ওজন ii) অতিরিক্ত রক্তচাপ iii) ইনফেকশন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. আমাদের নেফ্রনে আছে -
i) রেনাল ক্যাপসুল ii) বোম্যানস ক্যাপসুল iii) রেনাল করপাসল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. আমাদের আছে -
i) ম্যালপিজিয়ান বডি ii) হেনলির লুপ iii) রেনভিয়ারের পর্ব
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. যকৃতে উৎপন্ন হয় -
i) ইউরিক এসিড ii) ইউরিয়া iii) অ্যামোনিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. বৃক্কের কাজ -
i) অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা ii) রক্তচাপ নিয়ন্ত্রণ iii) পানির পরিমাণ নিয়ন্ত্রণ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. রেচনতন্ত্রে আছে এক জোড়া -
i) ইউরেথ্রা ii) ইউরেটার iii) কিডনি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. বৃক্কের গাঠনিক এককে আছে -
i) সংগ্রাহী নালি ii) নিকটবর্তী প্যাচানো নালি iii) দূরবর্তী প্যাচানো নালি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. মূত্রের ক্ষারত্ব বৃদ্ধি করে -
i) ফলমূল ii) আমিষ iii) তরিতরকারি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. বৃক্ক থেকে বের হয় -
i) রেনাল শিরা ii) ইউরেটার iii) রেনাল ধমনি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. মূত্রে আছে -
i) এসিড ii) ইউরোক্রোম iii) লবন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. যকৃতে উৎপন্ন হয় -
i) ইউরিক এসিড ii) ইউরিয়া iii) অ্যামোনিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. ক্রেবস চক্র সম্পন্ন হয় যেখানে -
i) কিডনি ii) ইউরেটার iii) ইউরেথ্রা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. শ্বসন হয় যে অঙ্গে -
i) কিডনি ii) ফুসফুস iii) ইউরেটার
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. বৃক্কে হয় -
i) এক্সক্রিশান ii) রেসপিরেশান iii) ট্রান্সপিরেশান
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. রেনাল টিউবিউলের অংশ -
i) প্যাচানো নালি ii) সংগ্রাহী নালি iii) হেনলির লুপ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. হাইলাস দিয়ে প্রবেশ করে -
ক) পেলভিস
খ) ইউরেটার
গ) ধমনি
ঘ) শিরা
20. বৃক্কের গাঠনিক এককে বিদ্যমান -
ক) কর্টেক্স
খ) মেডুলা
গ) রেনাল ক্যাপসুল
ঘ) বোম্যানস ক্যাপসুল
21. আমাদের দেহে নেফ্রন আছে কত লক্ষ -
ক) ১০
খ) ১০ - ১২
গ) ১৫
ঘ) ২০ - ২৪
22. নাইট্রোজেনঘটিত ক্ষতিকর উপাদান -
i) ইউরিক এসিড ii) অ্যামিনো এসিড iii) ক্রিয়েটিনিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. রেনাল শিরা কিসের সাথে মিলিত হয় ?
ক) রেলাল ধমনি
খ) ডর্সাল এওর্টা
গ) সুপিরিয়র ভেনাক্যাভা
ঘ) ইনফেরিয়র ভেনাক্যাভা
24. নেফ্রনে রক্ত প্রবেশ করে কার মাধ্যমে ?
ক) রেনাল শিরা
খ) এফারেন্ট ধমনি
গ) ইফারেন্ট ধমনি
ঘ) রেনাল টিউবিউল
25. এফারেন্ট ধমনির উৎপত্তি কী থেকে -
ক) রেনাল শিরা
খ) রেনাল ধমনি
গ) সংগ্রাহী নালি
ঘ) ডর্সাল এওর্টা
আরও দেখুন. Chapter 11 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও। এরপর