Biology 1st paper Chapter 1
কোষ ও এর গঠন MCQ
1st Paper chapter 1 Notes
1. কেন্দ্রিকা আবিষ্কার করেন -
ক) বেন্দা
খ) ফন্টানা
গ) রবার্ট হুক
ঘ) রবার্ট ব্রাউন
2. ক্রোমোজোমে বিদ্যমান -
i) সেন্ট্রোমিয়ার ii) সেন্ট্রোস্ফিয়ার iii) স্যাটেলাইট
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. রাইবোজোম বিদ্যমান -
i) ব্যাকটেরিয়ায় ii) ক্লোরোপ্লাস্টে iii) মাইটোকন্ড্রিয়ায়
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. শুক্রানু এবং ডিম্বানু -
i) জনন কোষ ii) প্রকৃত কোষ iii) হ্যাপ্লয়েড কোষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. কোষের পাকস্থলী -
ক) রাইবোজোম
খ) সেন্ট্রোজোম
গ) লাইসোজোম
ঘ) অক্সিজোম
6. প্রকৃত কোষে DNA বিদ্যমান -
i) সাইটোপ্লাজমে ii) ক্লোরোপ্লাস্টে iii) মাইটোকন্ড্রিয়ায়
7. আমরা খাই -
i) হ্যাপ্লয়েড কোষ ii) ডিপ্লয়েড কোষ iii) ট্রিপ্লয়েড কোষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. আমাদের একটি মাতৃকোষের নিউক্লিয়াসে কতটি DNA আছে -
ক) 23
খ) 46
গ) 64
ঘ) 92 hsc biology 1st paper chapter 1 mcq
9. আদিকোষে অনুপস্থিত -
i) অক্সিজোম ii) রাইবোজোম iii) সেন্ট্রোজোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. সেক্স ক্রোমোজোম বিদ্যমান -
i) হাতে ii) শুক্রাশয়ে iii) ডিম্বাশয়ে
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. সাইটোপ্লাজমে বিদ্যমান -
i) সেন্ট্রোস্ফিয়ার ii) সেন্ট্রিওল iii) সেন্ট্রোমিয়ার
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. কোষ প্রাচীরের উপাদান -
i) পেপটিডোগ্লাইকান ii) কাইটিন iii) সেলুলোজ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. আমরা খাই - biology 1st paper 1st chapter mcq
i) আদি কোষ ii) দেহ কোষ iii) জনন কোষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. আমাদের হাতে পায়ে আছে -
i) হোমোলোগাস ক্রোমোজোম ii) অটোজোম iii) সেক্স ক্রোমোজোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. কোষের আত্মঘাতী থলিকা কোনটি ?
ক) লাইসোজোম
খ) সেন্ট্রোজোম
গ) অক্সিজোম
ঘ) রাইবোজোম
16. কবুতরের শুক্রানুতে ক্রোমোজোম কয়টি ?
ক) ২৩
খ) ৪০
গ) ৪৬
ঘ) ৮০ hsc biology 1st paper chapter 1
17. ধানের সস্য কোষে ক্রোমোজোম কতটি ?
ক) ১২
খ) ২৪
গ) ৩৬
ঘ) ৪৬
18. নিউক্লিয়াসে বিদ্যমান -
i) নিউক্লিয়োজোম ii) নিউক্লিয়ার রেটিকুলাম iii) নিউক্লিয়োপ্লাজম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. নিউক্লিক এসিডে ফসফেট যুক্ত থাকে শুগারের কত নং কার্বনের সাথে -
i) ২ নং ii) ৩ নং iii) ৫ নং
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
hsc botany chapter 1 mcq pdf
20. ক্রোমোপ্লাষ্ট থাকতে পারে -
i) মূলে ii) পাতায় iii) ফুলে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. জীবকোষে সর্বাধিক কতটি ক্রোমোজোম থাকতে পারে ?
ক) ৪৬
খ) ৯২ hsc biology 1st paper 1st chapter mcq pdf
গ) ১৬০০
ঘ) ৪০০০
22. আমাদের কোষে কতটি ক্রোমোজোম সৃষ্টি হতে পারে ?
ক) 23
খ) 46
গ) 92 hsc biology 1st paper chapter 1 notes
ঘ) 1600
23. একটি জনন কোষে সেক্স ক্রোমোজোম কয়টি ?
ক) ১ টি
খ) ১ জোড়া
গ) ২৩ টি
ঘ) ২৩ জোড়া
24. ক্রোমোজোমে বিদ্যমান -
i) নিউক্লিওটাইড ii) নিউক্লিওসাইড iii) নিউক্লিওজোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. প্লাজমালেমায় বিদ্যমান -
i) কোলেস্টেরল ii) ফসফোলিপিড iii) গ্লাইকোলিপিড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
botany 1st chapter mcq
hsc biology 1st paper 1st chapter mcq
আরও দেখুন - 1st paper Chapter 2 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর
এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও