special mcq on biology 1st paper chapter 4

Biology 1st paper Chapter 4 

অনুজীব MCQ

 

 বিস্তারিত : Biology 1st paper chapter 4 Note

 1. ভাইরোলজির জনক -
ক) আইভানোভস্কি
খ) লুই পাস্তুর
গ) এড‌ওয়ার্ড জেনার
ঘ) স্ট্যানলি 



2. ভাইরাসঘটিত রোগ -

 i) ধনুষ্টংকার     ii) পোলিও     iii) হাম

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


3. ব্যাকটেরিয়াঘটিত রোগ -

 i)  বাত জ্বর    ii) টাইফয়েড  জ্বর   iii) ম্যালেরিয়া জ্বর

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


4. ম্যালেরিয়ার জীবাণু এক প্রকার -
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) প্রোটোজোয়া
ঘ) ছত্রাক


5. ক্যাপসিডের একক -
ক) প্যাপলোমিয়ার
খ) ক্রোমোমিয়ার
গ) ক্যাপসোমিয়ার
ঘ) সেন্ট্রোমিয়ার


6. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া-

 i) Escherichia coli     ii) Vibrio cholerae     iii) Xanthomonas oryzae

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


7. কোয়ার্টান ম্যালেরিয়ায় কত ঘন্টা পরপর জ্বর আসে ?
ক) ২৪
খ) ৩৬
গ) ৪৮
ঘ) ৭২


8. আদর্শ ব্যাকটেরিয়ায় বিদ্যমান -

 i) প্লাজমিড     ii) মেসোজোম     iii) ক্রোমোজোম

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


9. রাইবোজোম বিদ্যমান যার মধ্যে -

 i) ভাইরাস    ii) ব্যাকটেরিয়া     iii) প্লাজমোডিয়াম

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


10. প্লাজমোডিয়ামের ডিপ্লয়েড দশা -

 i) উকিনেট    ii) উসিস্ট    iii) মেরোজয়েট

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


11. gRNA বিদ্যমান যার মধ্যে -

 i) HIV     ii) PRSV     iii) HBV

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


12. ম্যালেরিয়ার জীবাণুর পোষক -

 i) মানুষ     ii) বানর     iii) মশকী

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


13. যে দশা লোহিত কণিকায় বিদ্যমান -

 i) মেরোজয়েট     ii) রোজেট    iii) উকিনেট

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


14. প্লাজমোডিয়াম এক প্রকার

 i) প্যাথোজেন    ii) প্রোটোজোয়া    iii) প্যারাসাইট

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


15. ম্যালেরিয়ার জীবাণু কোন দশায় মানব দেহে প্রবেশ করে  ?
ক) গ্যামেটোসাইট
খ) উসাইট
গ) স্পোরোজয়েট
ঘ) মেরোজয়েট 



16. হিমোজয়েন সৃষ্টি হয় কোন দশায় ?
ক) স্পোরোজয়েট
খ) অ্যামিবয়ড ট্রফোজয়েট
গ) মেরোজয়েট
ঘ) ক্রিপ্টোজয়েট


17. ম্যালেরিয়ার জীবাণু কোন দশায় মশকীর দেহে প্রবেশ করে  ?
ক) গ্যামেটোসাইট
খ) উসাইট
গ) স্পোরোজয়েট
ঘ) মেরোজয়েট 



18. ম্যালেরিয়ার জীবাণু কোন দশায় বহু নিউক্লিয়াস ধারন করে  ?
ক) গ্যামেটোসাইট
খ) উসাইট
গ) সাইজন্ট
ঘ) মেরোজয়েট


19. কোন চক্র শেষ হ‌ওয়ার পর জ্বর আসে  ?
ক) গ্যামেটোগনি
খ) স্পোরোগনি
গ) হেপাটিক সাইজোগনি
ঘ) এরিথ্রোসাইটিক সাইজোগনি


20. বহু নিউক্লিয়াস বিশিষ্ট -

 i) সাইজন্ট    ii) ঐচ্ছিক পেশি কোষ   iii) সিনোসাইট

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii 

 

21. প্লাজমোডিয়ামের অযৌন প্রজনন হয়  -

 i)  মানুষের যকৃতে   ii) মানুষের লোহিত কণিকায়    iii) মশকীর ক্রপে

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


22. ব্যাকটেরিয়ায় হয় -

 i) ট্রান্সফরমেশান    ii) ট্রান্সডাকশান    iii) ট্রান্সলেশান

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


23. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি   ?
ক) সেলুলোজ
খ) কাইটিন
গ) গ্লাইকোজেন
ঘ) পেপটিডোগ্লাইকান 



24. Xanthomonas oryzae এক প্রকার -

 i) ব্যাকটেরিয়া    ii) প্যাথোজেন   iii) প্যারাসাইট

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


25. ভাইরাসের জীব বৈশিষ্ট্য -

 i) নিউক্লিক এসিড    ii) কেলাসিতকরন    iii) প্রকরন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii 

 

আরও দেখুন. 1st paper Chapter 7 MCQ



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

প্রথমে নিজে উত্তর দাও । তারপর 

এখানে  সঠিক উত্তর মিলিয়ে নাও