Biology 1st paper chapter 7
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ
বিস্তারিত: Biology 1st paper chapter 7 Note
1. স্পোরোফাইট -
i) ফার্ন ii) নগ্নবীজী iii) আবৃতবীজী
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. সস্য হয় যে উদ্ভিদে -
i) একবীজপত্রী ii) নগ্নবীজী iii) দ্বিবীজপত্রী
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. ভাস্কুলার উদ্ভিদ -
i) সাইকাস ii) ধান iii) জবা
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. সাইকাস -
i) স্পোরোফাইট ii) সবীজী iii) ভাস্কুলার
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. জবার এস্টিভেশান -
i) ভালভেট ii) টুইস্টেড iii) ইমব্রিকেট
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. জবার যেখানে সমসংযোগ বিদ্যমান -
i) দলমন্ডল ii) বৃতি iii) পুংস্তবক
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. স্ত্রীস্তবকের প্রত্যেক সদস্যকে বলা হয় -
i) স্ত্রী কেশর ii) গর্ভপত্র iii) গর্ভকেশর
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেক সদস্যকে বলা হয় -
ক) পুষ্পপুট
খ) পুষ্পপত্র
গ) উপপত্র
ঘ) মঞ্জুরিপত্র
9. Malvaceae গোত্রে -
i) বৃক্কাকার পরাগরেণু ii) প্রধান মূল iii) পেন্টামেরাস ফুল
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. সবচেয়ে বেশি নগ্নবীজী কোন বিভাগে ?
ক) Ginkgophyta
খ) Cycadophyta
গ) Gnitophyta
ঘ) Coniferophyta
11. Poaceae গোত্রে -
i) ফল ক্যারিওপসিস ii) অমরাবিন্যাস মূলীয় iii) পুষ্পবিন্যাস স্পাইকলেট
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. Malvaceae গোত্রে আছে -
i) পুষ্পপত্র ii) মঞ্জুরিপত্র iii) উপপত্র
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. কার মধ্যপর্ব ফাঁপা ?
ক) Abelmoschus
খ) Gossipium
গ) Cynodon
ঘ) Hibiscus
14. Cyparales এর ক্যাটাগরি কী ?
ক) Phylum
খ) Class
গ) Order
ঘ) Family
15. যোগিক পাতার যে অক্ষের সাথে পত্রকগুলো যুক্ত থাকে -
ক) মাতৃঅক্ষ
খ) মাতৃ উদ্ভিদ
গ) রেকিস
ঘ) রেমেন্টা
16. জবা ফুলে আছে -
i) সম সংযোগ ii) অসম সংযোগ iii) অধিগর্ভ গর্ভাশয়
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. দ্বিনিষেক হয় যার -
i) ধান ii) জবা iii) এফিড্রা
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. যার পরাগরেনু বৃহৎ ও কন্টকিত -
i) Gossypium ii) Hordeum iii) Abelmoschus
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. সাইকাসে আছে -
i) স্পোরোফিল ii) সমপার্শীয় মুক্ত ভাসকুলার বান্ডল iii) সস্য
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. জবা এক প্রকার -
i) সমাঙ্গ ফুল ii) আদর্শ ফুল iii) উভলিঙ্গ ফুল
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. ধানের আছে -
i) পাপড়ি ii) লিগিউল iii) লডিকিউল
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. জবার ট্যাক্সন -
i) Magnoliophyta ii) Magnoliopsida iii) Cyparales
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. Malvaceae গোত্রে -
i) অ্যাস্টিভেশান টুইস্টেড ii) প্লাসেন্টেশান এক্সিয়াল iii) ভ্যানেশান প্যারালাল
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
24. সবচেয়ে উঁচু উদ্ভিদ
ক) Eucalyptus
খ) Bambusa
গ) Sequoia
ঘ) Mangifera
25. যে উদ্ভিদে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড -
i) নগ্নবীজী ii) একবীজপত্রী iii) দ্বিবীজপত্রী
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন- 1st paper Chapter 8 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর
এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও