Biology 1st paper chapter 7
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ নোট
দেখুন : Biology 1st paper chapter 7 MCQ
নগ্নবীজী উদ্ভিদ (Gymnosperms)
যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাই ফল হয় না কিন্তু ডিম্বক থাকে তাই বীজ হয়। ফল না থাকায় বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে।
* নগ্নবীজী উদ্ভিদের অন্য নাম ব্যক্তবীজী উদ্ভিদ
* উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস
স্পার্মাটোফাইটা :
যেসব উদ্ভিদের বীজ হয় তাদেরকে সবীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা বলে।
ভাস্কুলার উদ্ভিদ :
যেসব উদ্ভিদে ভাস্কুলার বান্ডল আছে তাদেরকে ভাস্কুলার উদ্ভিদ বলে।
ভাস্কুলার বান্ডল :
জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলে।
বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদসমূহ -
১. Cycas pectinata
২. Podocarpus nerifolius
৩. Gnetum montenum
৪. Gnetum oblongum
৫. Gnetum latifolium
* পৃথিবীর সবচেয়ে উচু উদ্ভিদ এক প্রকার নগ্নবীজী উদ্ভিদ ।
এর বৈজ্ঞানিক নাম - Sequoia sempervirens
* পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের ৮৩ টি গন আছে । যেমন -
1. Cycas
2. Podocarpus
3. Gnetum
4. Thuja
5. Aurucaria
6. Pinus
7. Ginkgo
8. Sequoia
9. Welwitschea
10. Ephedra
নগ্নবীজী উদ্ভিদের ৪টি বিভাগ আছে -
১. Ginkgophyta - ১ টি প্রজাতি
২. Cycadophyta - ১০০ টি প্রজাতি
৩. Gnetophyta - ৭০ টি প্রজাতি
৪. Coniferophyta - ৫৫০ টি প্রজাতি
Leaf scar :
উদ্ভিদের কান্ড থেকে পাতা ঝড়ে পড়ার পর কান্ডের গায়ে যে বিশেষ চিহ্ন থাকে
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিস্তারিত এখানে
Cycas (সাইকাস)
সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য বিস্তারিত এখানে
আবৃতবীজী উদ্ভিদ (Angiosperms)
যেসব উদ্ভিদের বীজ ফল দ্বারা আবৃত থাকে
* আবৃতবীজী উদ্ভিদগুলোই পুষ্পক উদ্ভিদ (Flowering plant)
* আবৃতবীজী উদ্ভিদের মোট ৩৮০ টি গোত্র আছে।
এর মধ্যে একবীজপত্রী ৬৫ টি এবং দ্বিবীজপত্রী ৩১৫ টি
* পৃথিবীর সবচেয়ে উচু আবৃতবীজী উদ্ভিদ - Eucalyptus marginalis
মূল (Root)
স্থানিক মূল :
ভ্রুনমূল থেকে উদ্ভিদের যে মূল সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানিক মূল
অস্থানিক মূল :
ভ্রুনমূল ব্যতীত উদ্ভিদের দেহের অন্য যেকোন স্থান থেকে মূল সৃষ্টি হলে তাকে বলা হয় অস্থানিক মূল
কান্ড (Stem)
পর্ব (Node) :
কান্ডের যে স্থান থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়
পর্বমধ্য (Internode) :
দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে
ফুল সম্পর্কে বিস্তারিত এখানে
পুষ্পপুট :
ফুলের বৃত্যাংশ ও পাপড়িগুলো যখন আকার আকৃতি ও বর্নে একই রকম হয় তখন তাদেরকে একত্রে পুষ্পপুট বলে
টেপাল :
পুষ্পপুটের প্রত্যেক সদস্যকে টেপাল বলে
লোডিকিউল :
ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লোডিকিউল বলে
পুষ্পবিন্যাস : Inflorescence
পুষ্পমঞ্জরি :
কোন দন্ডের সাথে অনেকগুলো ফুল সজ্জিত থাকলে দন্ডসহ ফুলগুলোকে পুষ্পমঞ্জুরি বলে
মঞ্জরিদন্ড :
পুষ্পমঞ্জরির যে দন্ডের সাথে ফুলগুলো সজ্জিত থকে
পুষ্পপত্র (Floral Leaf) :
ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেক সদস্যকে পুষ্পপত্র বলে
পুষ্পপত্রবিন্যাস : Aestivation
মুকুল অবস্থায় ফুলের বৃত্তংশ ও পাপড়িগুলো যে পদ্ধতিতে বিন্যাস্ত থাকে, তাকে পুষ্পপত্রবিন্যাস
বলে
পুষ্পপত্রবিন্যাস বিস্তারিত
অমরা :
গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়
অমরাবিন্যাস : Placentation
ফুলের গর্ভাশয়ে যে পদ্ধতিতে অমরাগুলো বিন্যাস্ত থাকে, তাকে অমরা বিন্যাস বলে।
ফল
অবিদারী ফল :
যে ফল পাকার পর ফাটে না
বিদারী ফল :
যে ফল পাকার পর ফেটে যায়
পুষ্প সংকেত (Floral Formula)
সমসংযোগ :
একই স্তবকের সদস্যগুলো পরষ্পর যুক্ত থাকলে তাকে বলা হয় সমসংযোগ। সমসংযোগ প্রকাশ করা হয় প্রথম বন্ধনি দ্বারা
অসমসংযোগ :
দুটি ভিন্ন স্তবকের সদস্যগুলো পরষ্পর যুক্ত থাকলে তাকে বলা হয় সমসংযোগ। সমসংযোগ প্রকাশ করা হয় উপরে দাগ টেনে
পুষ্প সংকেত বিস্তারিত
পুষ্প প্রতীক (Floral Diagram)
মাতৃঅক্ষ (Mother Axis) :
যে অক্ষ থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়
পুষ্প প্রতীক বিস্তারিত
একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ
একবীজপত্রী (Monocot) :
বীজে একটি বীজপত্র থাকে
দ্বিবীজপত্রী (Dicot) :
বীজে দুইটি বীজপত্র থাকে
ট্রাইমেরাস ফুল :
যে ফুলে তিন বা তার গুনিতক সংখ্যক পাপড়ি থাকে
টেট্রামেরাস ফুল :
যে ফুলে চার বা তার গুনিতক সংখ্যক পাপড়ি থাকে
পেন্টামেরাস ফুল :
যে ফুলে পাচ বা তার গুনিতক সংখ্যক পাপড়ি থাকে
একবীজপত্রী উদ্ভিদের মোট ৬৫ টি গোত্র রয়েছে
* দ্বিবীজপত্রী উদ্ভিদের মোট ৩১৫ টি গোত্র রয়েছে
একবীজপত্রী গোত্র : Poaceae
পর্ব (Node) :
কান্ডের যে স্থান থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়
পর্বমধ্য (Internode) :
দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে
লিগিউল :
পত্রবৃন্ত ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত উপবৃদ্ধি
লডিকিউল :
ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লডিকিউল বলে
Poaceae বিস্তারিত এখানে
দ্বিবীজপত্রী গোত্র : Malvaceae
টাইপ জেনাস :
যে জেনাসের নাম অনুসারে গোত্রের নামকরন করা হয়
উপপত্র (Stipule) :
পাতার গোড়ায় সৃষ্ট ক্ষুদ্র পাতার ন্যায় গঠন
Malvaceae বিস্তারিত এখানে
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য :
#biologyhelpline
gymnosperms characteristics, gymnosperms and angiosperms, gymnosperms vs angiosperms, gymnosperms meaning in bengali, gymnosperms examoles