Poaceae family characteristics in Bangla

 গোত্র : Poaceae

Kingdom : Plantae
Division : Magnoliophyta 
Class : Liliopsida 
Order : Cyperales 
Family : Poaceae 

পূর্বে Poaceae গোত্রের নাম ছিল Gramineae 

একবীজপত্রী উদ্ভিদের শ্রেণী Liliopsida 
এই শ্রেণীর অন্তর্ভুক্ত 65 টি গোত্র 

Poaceae একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র 

Poaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য : 


১/ কান্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাপা 

পর্ব (Node) : 

কান্ডের যে স্থান থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়


পর্বমধ্য  (Internode) : 

দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে

২/ পত্রমূল কান্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট 

লিগিউল : 

পত্রবৃন্ত ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত উপবৃদ্ধি 

৩/ পুষ্পবিন্যাস স্পাইকলেট 


পুষ্পবিন্যাস

কান্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর ফুলের বিন্যাস পদ্ধতিকে পুষ্পবিন্যাস বলে। 

স্পাইকলেট পুষ্পবিন্যাস

এই পুষ্পবিন্যাসে মঞ্জুরিদন্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গ্লুম,  উপরে একটি সপুষ্পক গ্লুম বা লেমা থাকে। এর উপরে বিপরীত দিকে অবস্থান করে একটি প্যালিয়া। প্যালিয়ার উপরে পুষ্প থাকে।

৪/ পরাগধানী সর্বমুখ 

সর্বমুখ পরাগধানী

পুং দন্ডের সরু অগ্রভাগ পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটি বিন্দুতে যুক্ত থাকে। এর ফলে পরাগধানী মৃদু বাতাসে এদিক-সেদিক দুলতে পারে

৫/ গর্ভমুণ্ড পালকের ন্যায় 

৬/ গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট 

৭/ অমরাবিন্যাস মূলীয় 


অমরা

গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে 

অমরাবিন্যাস

গর্ভাশয়ের ভিতরে অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাকে অমরাবিন্যাস বলে

মূলীয় অমরাবিন্যাস

এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের গোড়ায় থাকে

৮/ ফল ক্যারিঅপসিস 

ক্যারিঅপসিস ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে


লডিকিউল : 

ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লডিকিউল বলে 



 বিস্তারিত  


 
 
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
Poaceae family characteristics in Bangla,Poaceae family in Bangla,biology,family poaceae,gramineae family,gramineae or poaceae family,poacae family,poaceae,poaceae characteristics,poaceae family,poaceae family characteristics,poaceae grass,poaceae plants