গোত্র : Poaceae
Kingdom : Plantae
Division : Magnoliophyta
Class : Liliopsida
Order : Cyperales
Family : Poaceae
পূর্বে Poaceae গোত্রের নাম ছিল Gramineae
একবীজপত্রী উদ্ভিদের শ্রেণী Liliopsida
এই শ্রেণীর অন্তর্ভুক্ত 65 টি গোত্র
Poaceae একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র
Poaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য :
১/ কান্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাপা
পর্ব (Node) :
কান্ডের যে স্থান থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়
পর্বমধ্য (Internode) :
দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে
২/ পত্রমূল কান্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট
লিগিউল :
পত্রবৃন্ত ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত উপবৃদ্ধি
৩/ পুষ্পবিন্যাস স্পাইকলেট
পুষ্পবিন্যাস :
কান্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর ফুলের বিন্যাস পদ্ধতিকে পুষ্পবিন্যাস বলে।
স্পাইকলেট পুষ্পবিন্যাস :
এই পুষ্পবিন্যাসে মঞ্জুরিদন্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গ্লুম, উপরে একটি সপুষ্পক গ্লুম বা লেমা থাকে। এর উপরে বিপরীত দিকে অবস্থান করে একটি প্যালিয়া। প্যালিয়ার উপরে পুষ্প থাকে।
৪/ পরাগধানী সর্বমুখ
সর্বমুখ পরাগধানী :
পুং দন্ডের সরু অগ্রভাগ পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটি বিন্দুতে যুক্ত থাকে। এর ফলে পরাগধানী মৃদু বাতাসে এদিক-সেদিক দুলতে পারে
৫/ গর্ভমুণ্ড পালকের ন্যায়
৬/ গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট
৭/ অমরাবিন্যাস মূলীয়
অমরা :
গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে
অমরাবিন্যাস :
গর্ভাশয়ের ভিতরে অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাকে অমরাবিন্যাস বলে
মূলীয় অমরাবিন্যাস :
এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের গোড়ায় থাকে
৮/ ফল ক্যারিঅপসিস
ক্যারিঅপসিস ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে
লডিকিউল :
ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লডিকিউল বলে
Poaceae family characteristics in Bangla,Poaceae family in Bangla,biology,family poaceae,gramineae family,gramineae or poaceae family,poacae family,poaceae,poaceae characteristics,poaceae family,poaceae family characteristics,poaceae grass,poaceae plants