কোষের প্রকারভেদ
আদিকোষ : Prokaryotic cell
যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাকে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে।
* আদিকোষে বিদ্যমান একমাত্র কোষীয় অঙ্গানু রাইবোজোম
* আদিকোষ বিদ্যমান ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়ায়
* নীলাভ সবুজ শৈবালের বর্তমান নাম সায়ানোব্যাকটেরিয়া
প্রকৃত কোষ : Eukaryotic cell
যে কোসে সুগঠিত নিউক্লিয়াস থাকে
প্রকৃত কোষ বিদ্যমান ছত্রাক, শৈবাল, উদ্ভিদ ও প্রাণী দেহে
দেহ কোষ : Somatic cell
যে কোষ দেহ গঠন করে
জনন কোষ : Reproductive cell / Gamete
যে কোষ জীবের প্রজননে অংশ গ্রহন করে, তাকে বলা হয় জনন কোষ ।
* পুং জনন কোষ শুক্রাণু (Sperm)
* স্ত্রী জনন কোষ ডিম্বানু (Ovum)
যৌন প্রজনন :
দুই প্রকার বিপরীতধর্মী জনন কোষ শুক্রাণু ও ডিম্বানুর মিলনের মাধ্যমে যে প্রজনন সম্পন্ন হয় তাকে বলা হয় যৌন প্রজনন
নিষেক :
শুক্রাণু ও ডিম্বানুর মিলনকে নীষেক বলে
জাইগোট :
নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে জাইগোট বলে
ক্লিভেজ :
জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে
জনুক্রম :
কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে
হ্যাপ্লয়েড (Haploid ) কোষ :
যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে, তাকে হ্যাপ্লয়েড কোষ বলে।
যেমন- স্পোর, শুক্রানু, ডিম্বানু
ডিপ্লয়েড (Diploid) কোষ :
যে কোষে দুই সেট ক্রোমোজোম থাকে, তাকে ডিপ্লয়েড কোষ বলে।
যেমন - জাইগোট,
ট্রিপ্লয়েড (Triploid) কোষ :
যে কোষে তিন সেট ক্রোমোজোম থাকে, তাকে ট্রিপ্লয়েড কোষ বলে।
যেমন - সস্য ,
কোষের প্রকারভেদ বিস্তারিত