ফুুলের গঠন

 

পষ্পাক্ষ : Floral Axis

যে অক্ষের উপর ফুলের চারটি স্তবক অবস্থান করে, তাকে পুষ্পাক্ষ বলে।

বৃতি : Calyx

বৃতির প্রতিটি সদস্যকে বলা হয় বৃত্যাংশ (Sepal)

দলমন্ডল : Corolla

দলমন্ডলের প্রতিটি সদস্যকে বলা হয় পাপড়ি (Petal)

পুংস্তবক : Androecium

পুংকেশর: 

 পুংস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় পুংকেশর (Stamen)

পুংকেশর এর ২টি অংশ - 
১/ পরাগ দন্ড - Filament
২/ পরাগধানী - Anther 
 

স্ত্রীস্তবক : Gynoecium

স্ত্রীকেশর : 

স্ত্রীস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় স্ত্রীকেশর বা গর্ভকেশর বা গর্ভপত্র (Carpel)

স্ত্রীকেশর এর ৩টি অংশ -
১/ গর্ভাশয় - Ovary
২/ গর্ভদন্ড - Style
৩/ গর্ভমুন্ড - Stigma  


পুষ্পপুট  : 

ফুলের বৃত্যাংশ ও পাপড়িগুলো যখন আকার আকৃতি ও বর্নে একই রকম হয় তখন তাদেরকে একত্রে পুষ্পপুট বলে

টেপাল : 

পুষ্পপুটের প্রত্যেক সদস্যকে টেপাল বলে

লোডিকিউল : 

ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লোডিকিউল বলে 


ফুলের প্রকারভেদ


সম্পূর্ণ ফুল : 

যে ফুলে সবগুলো স্তবক থাকে । যেমন জবা ফুল


অসম্পূর্ণ ফুল : 

যে ফুলে সবগুলো স্তবক থাকে না। যেমন কুমড়া ফুল


সবৃন্তক ফুল : 

যে ফুলে বৃন্ত থাকে । যেমন- জবা 


অবৃন্তক ফুল : 

যে ফুলে বৃন্ত থাকেনা । যেমন- রজনীগন্ধা 


উভলিঙ্গ ফুল : Bisexual flower 

যে ফুলে পুং স্তবক এবং স্ত্রী স্তবক দুটোই থাকে । যেমন- জবা 


একলিঙ্গ ফুল : Unisexual flower 

যে ফুলে পুংস্তবক অথবা স্ত্রী স্তবক থাকে 

যেমন-  কুমড়ার পুরুষ ফুল বা স্ত্রী ফুল


ক্লীব ফুল : Neuter flower 

যে ফুলে পুংস্তবক ও স্ত্রী স্তবকের কোনটিই থাকে না । যেমন সূর্যমুখীর রে পুষ্পিকা




ফুল সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে 





আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

structure of a typical flower, Types of flowers in Bangla,