পাতা
পাতার তিনটি অংশ - পত্রমূল, পত্রবৃন্ত ও পত্রফলক
সরল পাতা :
যে পাতায় একটিমাত্র পত্রফলক থাকে, তাকে সরল পাতা বলে।
যৌগিক পাতা :
যে পাতায় একাধিক পত্রফলক থাকে, তাকে যৌগিক পাতা বলে।
পত্রক (Leaflet) :
যৌগিক পাতার প্রতিটি পত্র ফলককে পত্রক বলে
র্যাকিস :
যৌগিক পাতার যে অক্ষের সাথে পত্রকগুলো যুক্ত থাকে, তাকে রেকিস বলে।
উপপত্র (Stipule) :
পাতার গোড়া থেকে উৎপন্ন ক্ষুদ্র পাতার ন্যায় গঠনকে উপপত্র বলে ।
মঞ্জরী পত্র (Bract) :
যে ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অঙ্গের কক্ষে ফুল বা মঞ্জরী সৃষ্টি হয়, তাকে মঞ্জুরী পত্র বলে।
পুষ্পপত্র : Floral leaves
ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেক সদস্যকে পুষ্পপত্র বলে
পর্নপত্র :
সবুজ পাতা
শল্কপত্র :
অসবুজ পাতা
পাতা সম্পর্কে বিস্তারত এই ভিডিওতে
আরও দেখুন - ফুলের প্রকারভেদ
Biology Helpline,Leaf structure,Parts of leaf,Types of leaf in Bangla,biology,college biology,compound leaf,different types of leaves,high school biology,kinds of leaves,leaf,leaf structure,palmately compound leaf,parts of a leaf,parts of leaf,plant biology,science,simple leaf,structure of a leaf,structure of leaf