সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য
১/ সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
স্পোরোফাইট :
উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট
২/ উদ্ভিদ খারা পাম জাতীয়। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না।
৩/ পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত।
যৌগিক পাতা :
যে পাতায় একাধিক পত্রফলক থাকে
পক্ষল যৌগিক পাতা :
যৌগিক পাতায় রেকিসের দুইপাশে পত্রফলক গুলো সারিবদ্ধ ভাবে সজ্জিত থাকলে তাকে পক্ষল যৌগিক পাতা বলে
৪/ কচি পাতার ভার্নেশন সারসিনেট।
ভার্নেশন :
কচি অবস্থায় পাতার বিন্যাসকে বলা হয় ভার্নেশন
সারসিনেট ভার্নেশন :
কচি পাতার কুন্ডলীত অবস্থাকে বলা হয় সারসিনেট ভার্নেশন
৫/ পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।
ট্রান্সফিউশন টিস্যু :
পাতায় পরিবহনের কাজে নিয়োজিত বিশেষ ধরনের টিস্যু
৬/ গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান।
অস্থানিক মূল :
ভ্রুণমূল ব্যতীত উদ্ভিদের দেহের যেকোনো স্থান থেকে মূল সৃষ্টি হলে সেই মূলকে বলা হয় অস্থানিক মূল।
গৌণ অস্থানিক মূল :
অস্থানিক মূল থেকে যে মূল উৎপন্ন হয়
৭/ পুং রেনুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেনুপত্রগলো সত্যিকারের স্ট্রোবিলাস গঠন করে না
৮/ হেটারোস্পোরিক অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর সৃষ্টি হয়।
৯/ বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে
কোরাল : Cnidaria পর্বের সামুদ্রিক প্রানী
কোরালয়েড মূল :
সাইকাসের অস্থানিক মূল যা দেখতে কোরালের মতো
সাইকাস সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে
Biology Helpline,Cycas general characteristics,Cycas plant in Bangla,biology,cycas,cycas life cycle,cycas morphology anatomy and reproduction,cycas plant,cycas reproduction,explain cycas,life cycle of cycas