সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য

 সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য 

১/ সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। 

স্পোরোফাইট : 
উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট

২/ উদ্ভিদ খারা পাম জাতীয়। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না।

৩/ পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত।

যৌগিক পাতা :
 যে পাতায় একাধিক পত্রফলক থাকে

পক্ষল যৌগিক পাতা : 
যৌগিক পাতায় রেকিসের দুইপাশে পত্রফলক গুলো সারিবদ্ধ ভাবে সজ্জিত থাকলে তাকে পক্ষল যৌগিক পাতা বলে 

৪/ কচি পাতার ভার্নেশন সারসিনেট।


ভার্নেশন : 
কচি অবস্থায় পাতার বিন্যাসকে বলা হয় ভার্নেশন 

সারসিনেট ভার্নেশন : 
 কচি পাতার কুন্ডলীত অবস্থাকে বলা হয় সারসিনেট ভার্নেশন 

৫/ পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। 

ট্রান্সফিউশন টিস্যু : 
পাতায় পরিবহনের কাজে নিয়োজিত বিশেষ ধরনের টিস্যু 

৬/ গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান।

অস্থানিক মূল : 
 ভ্রুণমূল ব্যতীত উদ্ভিদের দেহের যেকোনো স্থান থেকে মূল সৃষ্টি হলে সেই মূলকে বলা হয় অস্থানিক মূল। 

গৌণ অস্থানিক মূল : 
 অস্থানিক মূল থেকে যে মূল উৎপন্ন হয় 

৭/ পুং রেনুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেনুপত্রগলো সত্যিকারের স্ট্রোবিলাস গঠন করে না

৮/ হেটারোস্পোরিক অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর সৃষ্টি হয়। 

৯/ বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে


কোরাল : Cnidaria পর্বের সামুদ্রিক প্রানী




কোরালয়েড মূল : 
 সাইকাসের  অস্থানিক মূল যা দেখতে কোরালের মতো
 

সাইকাস সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে 




আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

Biology Helpline,Cycas general characteristics,Cycas plant in Bangla,biology,cycas,cycas life cycle,cycas morphology anatomy and reproduction,cycas plant,cycas reproduction,explain cycas,life cycle of cycas