গোত্র : Malvaceae
Kingdom : Plantae
Division : Magnoliophyta
Class : Magnoliopsida
Order : Malvales
Family : Malvaceae
দ্বিবীজপত্রী উদ্ভিদের শ্রেণি Magnoliopsida
এই শ্রেণীর অন্তর্ভুক্ত গোত্র 315 টি
Malvaceae দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র
Malvaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য :
১/ উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ
রোমশ = রোম যুক্ত
মিউসিলেজ = পিচ্ছিল পদার্থ
২/ মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান
উপপত্র :
পাতার বোটার গোড়ায় দুই পাশে ক্ষুদ্র পাতার ন্যায় গঠনকে উপপত্র বলে।
মালভেসি গোত্রে এই উপপত্র বোটার সাথে সম্পূর্ণ যুক্ত অবস্থায় না থেকে মুক্ত অবস্থায় থাকে
৩/ পুষ্প একক এবং সাধারণত উপবৃতি যুক্ত
একক পুষ্প :
মঞ্জুরি দন্ডের মাথায় কেবলমাত্র একটি ফুল থাকলে, তাকে একক পুষ্প বলে।
৪/ দলমন্ডল টুইস্টেড
এস্টিভেশন :
মুকুল অবস্থায় ফুলের বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো পরস্পর যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস বলে।
টুইস্টেড বা পাকানো এস্টিভেশন :
এক্ষেত্রে বৃত্যংশগুলোর বা পাপড়িগুলোর একটির প্রান্ত অপরটির প্রান্তকে পরস্পর ঢেকে রাখে
৫/ পুংকেশর অসংখ্য, এক গুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত
৬/ পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার
৭/ পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত
৮/ অমরাবিন্যাস অক্ষীয়
অমরা :
গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে
অমরাবিন্যাস :
গর্ভাশয়ের ভিতরে অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাকে অমরাবিন্যাস বলে
অক্ষীয় অমরাবিন্যাস :
এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যঅক্ষে অমরা থাকে
টাইপ জেনাস :
যে জেনাসের নাম অনুসারে গোত্রের নামকরন করা হয়
বিস্তারিত এই ভিডিওতে
family malvaceae,Malvaceae family in Bangla,biology,biology lecture,examples of malvaceae family,family malvaceae,malvaceae,malvaceae family,malvaceae family anther,malvaceae family characteristics,malvaceae family characteristics in bangla,