Malvaceae family characteristics

 গোত্র : Malvaceae

Kingdom : Plantae 
Division : Magnoliophyta 
Class : Magnoliopsida 
Order : Malvales 
Family : Malvaceae 

দ্বিবীজপত্রী উদ্ভিদের শ্রেণি Magnoliopsida 

এই শ্রেণীর অন্তর্ভুক্ত গোত্র 315 টি 

Malvaceae  দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র 

Malvaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য : 


১/ উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ 

রোমশ = রোম যুক্ত 
মিউসিলেজ = পিচ্ছিল পদার্থ 

২/ মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান 

উপপত্র

পাতার বোটার গোড়ায় দুই পাশে ক্ষুদ্র পাতার ন্যায় গঠনকে উপপত্র বলে।


মালভেসি গোত্রে এই উপপত্র বোটার সাথে সম্পূর্ণ যুক্ত অবস্থায় না থেকে মুক্ত অবস্থায় থাকে

৩/ পুষ্প একক এবং সাধারণত উপবৃতি যুক্ত 

একক পুষ্প

মঞ্জুরি দন্ডের মাথায় কেবলমাত্র একটি ফুল থাকলে, তাকে একক পুষ্প বলে।


৪/ দলমন্ডল টুইস্টেড 

এস্টিভেশন

মুকুল অবস্থায় ফুলের বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো পরস্পর যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস বলে। 


টুইস্টেড বা পাকানো এস্টিভেশন

এক্ষেত্রে বৃত্যংশগুলোর বা পাপড়িগুলোর একটির প্রান্ত অপরটির প্রান্তকে পরস্পর ঢেকে রাখে 


৫/ পুংকেশর অসংখ্য, এক গুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত 

৬/ পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার 

৭/ পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত 

৮/ অমরাবিন্যাস অক্ষীয় 

অমরা : 

গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে 


অমরাবিন্যাস 

গর্ভাশয়ের ভিতরে অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাকে অমরাবিন্যাস বলে


অক্ষীয় অমরাবিন্যাস : 

এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্য‌অক্ষে অমরা থাকে


টাইপ জেনাস : 

যে জেনাসের নাম অনুসারে গোত্রের নামকরন করা হয়



বিস্তারিত এই ভিডিওতে



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
family malvaceae,Malvaceae family in Bangla,biology,biology lecture,examples of malvaceae family,family malvaceae,malvaceae,malvaceae family,malvaceae family anther,malvaceae family characteristics,malvaceae family characteristics in bangla,