SSC Biology chapter 4

সালোকসংশ্লেষন নোট

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন-ডাই-অক্সাইড ও পানি থেকে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোকসংশ্লেষণ বলে ।

সালোকসংশ্লেষণ হয় প্রধানত পাতার মেসোফিল টিস্যুতে।

 

মেসোফিল (Mesophyll) : 

 পাতার উর্ধ্ব:ত্বক ও নিম্ন:ত্বকের মাঝে অবস্থিতি প্যারেনকাইমা টিস্যুকে মেসোফিল বলে 

 

ফসফোরাইলেশন : 

কোন যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলে ‌‌। 

 

ডিফসফোরাইলেশন : 

কোন যৌগ থেকে ফসফেট সরে যাওয়াকে ডিফসফোরাইলেশন বলে । 


AMP = এডিনোসিন মনোফসফেট

ADP = এডিনোসিন ডাইফসফেট

ATP = এডিনোসিন ট্রাইফসফেট 

ATP কে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা Biological coin বা Energy coin 

 

ATP কে কেন জৈব মুদ্রা বলা হয় ? 

এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, তাই এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় 


উপজাত দ্রব্য (By-product) : 

 কোন বিক্রিয়ায় উতপন্ন অনাকাঙ্খিত বস্তুকে উপজাত দ্রব্য বলে

* সালোকসংশ্লেষনে উতপন্ন উপজাত দ্রব্য আক্সিজেন ও পানি 


স্টোমা (Stoma) : 

দুটি রক্ষী কোষ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত সূক্ষ ছিদ্র পথকে স্টোমা বা পত্ররন্ধ্র বলে 


স্ট্রোমা (Stroma) : 

ক্লোরোপ্লাস্টের মাতৃকাকে স্ট্রোমা বলে


সালোকসংশ্লেষনকারী বর্ন কনিকা

ক্লোরোফিল - সবুজ রঙের

ক্যারোটিন - কমলা রঙের

জেন্থোফিল - হলুদ রঙের

ফাইকোসায়ানিন - নীল রঙের

ফাইকোইরিথ্রিন - লাল রঙের

বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ০.০৩ %

পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ০.৩ %


 সালোকসংশ্লেষণ প্রক্রিয়া 

ইংরেজ শারীরতত্ত্ববিদ Blackman সালোকসংশ্লেষনকে দুটি পর্যায়ে ভাগ করেন।

যথা - ১/ আলোক নির্ভর পর্যায়  ২/ আলোক নিরপেক্ষ পর্যায়


আলোক নির্ভর পর্যায়

* আলোক নির্ভর পর্যায়ে ATP তৈরি হয় 

* আলোক নিরপেক্ষ পর্যায়ে  ATP এর সাহায্য কার্বন বিজারনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উতপন্ন হয় 


# সালোকসংশ্লেষনের আলোক নির্ভর পর্যায় কোথায় সম্পন্ন হয় ?

ক্লোরোপ্লাষ্টের গ্রানায় 


ফটোফসফোরাইলেশন : 

 সালোকসংশ্লেষনের আলোক নির্ভর পর্যায়ে ADP এর সাথে এক অনু ফসফেট যুক্ত হয়ে ATP  তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে।


আলোক নিরপেক্ষ পর্যায় 


# সালোকসংশ্লেষনের আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় সম্পন্ন হয় ?

ক্লোরোপ্লাষ্টের স্ট্রোমায় 


# শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় কোন পর্যায়ে ? 

আলোক নিরপেক্ষ পর্যায়ে 

 

* আলোক নিরপেক্ষ পর্যায় কার্বন-ডাই-অক্সাইড বিজারণ এর মাধ্যমে শর্করা উৎপাদনের তিনটি গতিপথ আবিষ্কৃত হয়েছে -

১/ কেলভিন চক্র

২/ হ্যাচ ও স্ল্যাক চক্র

৩/ ক্রেসুলেসিয়ান এসিড বিপাক 


ক্যালভিন চক্র বা C3 চক্র

ক্যালভিন চক্রকে c3 চক্র বলা হয় কেন ?

কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড ৩ কার্বন বিশিষ্ট । তাই এই চক্রকে c3 চক্র বলা হয়

C3 উদ্ভিদ : 

যেসব উদ্ভিদে ক্যালভিন চক্র বা C3 চক্র সম্পন্ন হয়, সেগুলোকে বলা হয় C3 উদ্ভিদ। যেমন - আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি উদ্ভিদ 


হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র

হ্যাচ ও স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয় কেন ?

হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী যৌগ অক্সালো এসিটিক অ্যাসিড ৪ কার্বন বিশিষ্ট । তাই এই চক্রকে C4 চক্র বলা হয়

C4 উদ্ভিদ : 

যেসব উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র সম্পন্ন হয়, সেগুলোকে বলা হয় C4 উদ্ভিদ। যেমন - আখ, ভুট্টা, মুথাঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদ।

 

সালোকসংশ্লেষণের প্রভাবক 


বাহ্যিক প্রভাবক সমূহ

১/ আলো

২/ কার্বন ডাই অক্সাইড

৩/ তাপমাত্রা

৪/ পানি

৫) অক্সিজেন

৬/ খনিজ পদার্থ

৭/ রাসায়নিক পদার্থ 


অভ্যন্তরীণ প্রভাবক সমূহ

১/ ক্লোরোফিল

২/ পাতার বয়স ও সংখ্যা

৩/ শর্করার পরিমাণ

৪/ পটাশিয়াম

৫/ এনজাইম


জীবজগতে সালোকসংশ্লেষণ এর গুরুত্ব: 

১/ সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। 

২/ এই প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলো এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। 

৩/ সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করে।

৪/ পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণ এর মাধ্যমে।

৫/ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ করে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বিশেষ ভূমিকা পালন করে।

৬/ মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোকসংশ্লেষণ এর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।

৭/ সালোকসংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ


সালোকসংশ্লেষন বিস্তারিত এই ভিডিওতে 



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpl

Photosynthesis in Bengali,photosynthesis process,photosynthesis,photosynthesis calvin cycle,process of photosynthesis,photosynthesis reaction,light dependent reactions,chemical equation for photosynthesis,photosynthesis and cellular respiration,site of photosynthesis,c4 plants,raw materials of photosynthesis,steps of photosynthesis,photosynthesis in plants,photosynthesis in higher plants,chemical reactions of photosynthesis