monocot and dicot plant

 

আবৃতবীজী উদ্ভিদ : 

যেসব উদ্ভিদের বীজ ফল দ্বারা আবৃত থাকে সেগুলোকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। যেমন - আম, জাম, নারিকেল, সুপারি ইত্যাদি 


আবৃতবীজী উদ্ভিদগুলো দুইটি শ্রেণীতে বিভক্ত - 

১/ Liliopsida - একবীজপত্রী 
২/ Magnoliopsida - দ্বিবীজপত্রী 

  একবীজপত্রী : Monocot 

একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য

একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য :

১/ বীজে বীজপত্র একটি 

২/ মূল গুচ্ছমূল 

৩/ পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল 

monocot plant

৪/ পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা তিন বা তার গুণিতক অর্থাৎ পুষ্প ট্রাইমেরাস 

৫/ বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রুণমুকুল পার্শ্বীয়  


বীজপত্র : 

বীজের ভিতরে বিদ্যমান পাতার ন্যায় গঠনকে বীজপত্র বলে। 


পুষ্পপত্র : 

ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেক সদস্যকে পুষ্পপত্র বলে।  


বৃতির প্রতিটি সদস্যকে বলা হয় বৃত্যংশ 

দল মন্ডল এর প্রতিটি সদস্যকে বলা হয় পাপড়ি 

পুংস্তবক এর প্রতিটি সদস্যকে বলা হয় পুংকেশর 

স্ত্রী স্তবক এর প্রত্যেক সদস্যকে বলা হয় স্ত্রীকেশর বা গর্ভকেশর বা গর্ভপত্র 

সুতরাং বৃত্যংশ, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর প্রত্যেকটিই এক একটি পুষ্পপত্র 


ট্রাইমেরাস ফুল : 

যে ফুলে ৩ বা তার গুনিতক সংখ্যক পাপড়ি থাকে 

* একবীজপত্রী উদ্ভিদের মোট ৬৫ টি গোত্র রয়েছে 

একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র Poaceae 


Poaceae গোত্রের বিস্তারিত এখানে


দ্বিবীজপত্রী : Dicot 


দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য : 

১/ বীজে বীজপত্র দুইটি 
২/ মূল প্রধান মূল 
৩/ পাতার শিরাবিন্যাস সাধারণত জালিকাকার 

dicot plant


৪/ পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা ৪ বা ৫ বা তার গুণিতক অর্থাৎ পুষ্প টেট্রামেরাস বা পেন্টামেরাস 
৫/ বীজে বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রুনমুকুল শীর্ষ 

দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র ৩১৫ টি 

একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র Malvaceae 


Malvaceae গোত্রের বিস্তারিত এখানে 



একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ও পার্থক্য এই ভিডিওতে





আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
monocots and dicots,monocot vs dicot,monocot and dicot plants,monocot and dicot,dicot and monocot plants,dicot vs monocot,dicot embryo structure,dicot plants vs monocots,dicot plants,monocot and dicot explanation,monocot and dicot video