Where does Respiration take place


শ্বসন কি শুধু ফুসফুসেই হয়, 

নাকি সারা দেহে ? 


আমাদের প্রশ্বাস ও নিঃশ্বাসের বাতাসে কোন গ্যাস থাকে ?

বায়ুমন্ডলে যত গ্যাস আছে সব গ্যাস‌ই আমাদের নাক দিয়ে ভিতরে প্রবেশ করে। কারণ নাকের ভিতর এমন কোন মেশিন নেই বা ছাকনি নেই যে কোন গ্যাসকে বাধা দিবে।  এজন্য আমাদের প্রশ্বাসের বাতাসে সব গ্যাস থাকে।

প্রশ্বাসের বাতাসে -
নাইট্রোজেন - ৭৮%
অক্সিজেন - ২১%
কার্বন ডাই অক্সাইড -০.০৩% 

এখান থেকে শুধু অক্সিজেন ফুসফুসের কৈশিক জালিকায় ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। তাই নিঃশ্বাসের বাতাসে অক্সিজেন 5 শতাংশ হ্রাস পায়। 

আমাদের দেহ নাইট্রোজেন শোষণ করে না। এজন্য প্রশ্বাসের সময় নাক দিয়ে যেভাবে নাইট্রোজেন প্রবেশ করে, নিঃশ্বাস এর সময় আবার সেই সমপরিমাণ নাইট্রোজেন বের হয়ে যায়। 

কৈশিক জালিকা থেকে কার্বন-ডাই-অক্সাইড ফুসফুসের অ্যালভিওলাইতে প্রবেশ করে। এইজন্য নিশ্বাসের বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়।

তাই নিঃশ্বাসের বাতাসে থাকে -
নাইট্রোজেন - ৭৮%
অক্সিজেন - ১৬%
কার্বন ডাই অক্সাইড - ৫% 


বিস্তারিত এই ভিডিওতে 

 

 

 

আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

Breathing and respiration in Bengali,Breathing and respiration process in human body in Bangla,breathing and respiration in bengali,human respiratory system,respiration,respiration and breathing,respiration in bengali,respiration in human,respiration physiology,respiration process,respiration process in human body bangla,respiratory system