Biology 2nd paper Chapter 3
পরিপাক ও শোষন MCQ
2nd paper chapter 3 Note
1. গ্লুকোজ যেখানে পরিপাক হয় না -
i) মুখ গহ্বর ii) পাকস্থলী iii) ক্ষুদ্রান্ত্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. তেল ও চর্বিতে আছে -
i) অ্যামাইনো এসিড ii) ফ্যাটি এসিড iii) গ্লিসারল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. নাইট্রোজেনঘটিত -
i) অ্যামিনো এসিড ii) ইউরিয়া iii) ইউরাসিল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয় -
i) গ্লুকোজ ii) আমিষ iii) লিপিড
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. আমাদের দেহে পরিপাক হয় না -
i) সেলুলোজ ii) ফ্যাটি এসিড iii) গ্লুকোজ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন: Biology 2nd paper chapter 4 MCQ
6. অগ্নাশয় রসে বিদ্যমান -
i) অ্যামাইলেজ ii) ট্রিপসিন iii) ইনসুলিন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. ক্ষুদ্রান্ত্রে হয় -
i) পরিপাক ii) শোষন iii) আত্তীকরন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii
8. পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশ কোনটি?
ক) অন্ননালী
খ) পাকস্থলী
গ) ক্ষুদ্রান্ত্র
ঘ) বৃহদান্ত্র
9. কিসের সাথে অ্যাপেনডিক্স যুক্ত থাকে ?
ক) ডিওডেনাম
খ) ইলিয়াম
গ) সিকাম
ঘ) কোলন
10. ক্ষুদ্রান্ত্রে পরিপাকে অংশ নেয় -
i) অ্যামাইলেজ ii) লাইপেজ iii) পেপসিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. শর্করা পরিপাকে অংশ নেয় -
i) অ্যামাইলেজ ii) মলটেজ iii) টায়ালিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. লালারসে বিদ্যমান-
i) মলটেজ ii) মিউসিন iii) টায়ালিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. আমাদের দেহের রসায়ন গবেষনাগারে উৎপন্ন হয় -
i) গ্লাইকোজেন ii) ইউরিয়া iii) ইউরিক এসিড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. খাদ্য পরিপাকের জন্য এনজাইম নি:সরন করে -
i) যকৃত ii) অগ্নাশয় iii) প্যারোটিড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. আমিষের রাসায়নিক পরিপাক হয় -
i) মুখে ii) পাকস্থলীতে iii) ক্ষুদ্রান্ত্রে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. আমাদের আছে ৮ টি -
i) কর্তন দাত ii) ছেদন দাত iii) অগ্রপেষন দাত
কোনটি সঠিক?
ক) i খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. যকৃতে উৎপন্ন পলিস্যাকারাইড -
ক) শ্বেতসার
খ) গ্লুকোজ
গ) গ্লিসারল
ঘ) গ্লাইকোজেন
18. অগ্নাশয় থেকে নি:সৃত এনজাইম -
ক) ইনসুলিন
খ) গ্লুকাগন
গ) পেপসিন
ঘ) ট্রিপসিন
19. পিত্তরসে বিদ্যমান -
i) এনজাইম ii) লবন iii) কোলেস্টেরল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. পৌষ্টিক নালীর দেয়ালের স্তর -
i) সেরোসা ii) ভিলাই iii) মিউকোসা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. সোমাটোস্ট্যাটিন যার ক্ষরন নিয়ন্ত্রণ করে -
i) থাইরক্সিন ii) গ্লুকাগন iii) ইনসুলিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. ল্যাকটিয়াল কোথায় বিদ্যমান ?
ক) যকৃত
খ) অগ্নাশয়
গ) ফুসফুস
ঘ) ক্ষুদ্রান্ত্র
23. আদর্শ খাদ্য পিরামিডে সবচেয়ে নিচে থাকে -
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ
ঘ) ভিটামিন
24. ১০০ গ্রাম রান্নার তেল থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায় ?
ক) ২৭৩
খ) ৩৪৬
গ) ৩৬০
ঘ) ৯০০
25. দেহে পরিপাক হয় না -
i) ভিটামিন ii) গ্লুকোজ iii) খনিজ লবণ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন-2nd paper Chapter 4 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর