গ্যামেটোফাইট ও স্পোরোফাইট কি
উদ্ভিদ পরিবেশে দুইভাবে থাকতে পারে -
১) ডিপ্লয়েড অবস্থায় ২) হ্যাপ্লয়েড অবস্থায়
* উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট।
স্পোরোফাইট বা রেনুধর উদ্ভিদে স্পোর বা রেনু সৃষ্টি হয় ।
* উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট ।
গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি হয় ।
স্পোরোফাইট উদ্ভিদে সৃষ্ট স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।
অর্থাৎ স্পোর থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয় ।
গ্যামেটোফাইটে উৎপন্ন দুই প্রকার গ্যামেট মিলিত হয়ে সৃষ্টি হয় জাইগোট। আর এই জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। অর্থাৎ জাইগোট থেকে স্পোরোফাইটে সৃষ্টি হয়।
** সপুস্পক উদ্ভিদ হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু ।
অর্থাৎ এদের ২ প্রকার রেনু উৎপন্ন হয় । যথা -১) মাইক্রোস্পোর বা পরাগরেনু
২) মেগাস্পোর বা স্ত্রীরেনু অসমরেনুপ্রসূ কি
মাইক্রোস্পোর বা পরাগরেনু থেকে সৃষ্টি হয় পুংগ্যামেটোফাইট।
পরাগরেনু পরাগধানীর পরাগথলিতে থাকা অবস্থায়ই তার বিকাশ শুরু হয় ।
এরপর পরাগায়নের ফলে পরাগরেনু গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়ার পর পরিপূর্ন পুং গ্যামেটোফাইটের বিকাশ ঘটে ।
পরাগরেনু ,পরাগ নালিকা ,নালিকা নিউক্লিয়াস এবং দুটি পুং জনন কোষ বা শুক্রানু নিয়ে গঠিত হয় পুং গ্যামেটোফাইট।
পুং গ্যামেটোফাইটের বিকাশ বিস্তারিত এখানে
পুং গ্যামেটোফাইটের বিকাশ বিস্তারিত এখানে
অন্যদিকে ফুলের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে সৃষ্টি হয় স্ত্রীরেনু ।
মেগাস্পোর বা স্ত্রী রেনু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট।
জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট থেকে ভ্রুন এবং ভ্রুন থেকে পূর্নাঙ্গ স্পোরোফাইট উদ্ভিদ সৃষ্টি হয় ।
* সকল সপুস্পক উদ্ভিদের দেহ স্পোরোফাইট।
এদের জনন অঙ্গ ফুলের মধ্যে সৃষ্টি হয় পুংগ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইট।তাই বলা যায় সপুস্পক উদ্ভিদের গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর সম্পূর্নরূপে নির্ভরশীল। গ্যামেটোফাইট কি
স্পোরোফাইট কাকে বলে
গ্যামেটোফাইট ও স্পোরোফাইট কাকে বলে
অন্যদিকে অপুষ্পক উদ্ভিদে কেবলমাত্র ১ প্রকার রেনু উৎপন্ন হয় । তাই এদেরকে বলা হয় হোমোস্পোরাস বা সমরেনুপ্রসু ।
যেমন -
১) ব্রায়োফাইটস বা মসজাতীয় উদ্ভিদ
২) টেরিডোফাইটস বা ফার্ন জাতীয় উদ্ভিদ
# মস একটি অভাস্কুলার অপুষ্পক উদ্ভিদ ।
এর প্রধান দেহ গ্যমেটোফাইট ।
গ্যামেটোফাইটের উপরই এর স্পোরোফাইট সৃষ্টি হয় ।
অর্থাৎ এর স্পোরোফাইট আংশিক বা সর্ম্পূরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল ।
এর স্পোর অংকুরিত হয়ে হৃৎপিন্ডাকার গ্যামেটোফাইট উদ্ভিদ সৃষ্টি হয় ।
এর গ্যামেটোফাইটের নাম ফার্ন প্রোথ্যালাস।
এরা উভয়েই স্বতন্ত্র স্বাধীন উদ্ভিদ।
অন্যদিকে অপুষ্পক উদ্ভিদে কেবলমাত্র ১ প্রকার রেনু উৎপন্ন হয় । তাই এদেরকে বলা হয় হোমোস্পোরাস বা সমরেনুপ্রসু ।
যেমন -
১) ব্রায়োফাইটস বা মসজাতীয় উদ্ভিদ
২) টেরিডোফাইটস বা ফার্ন জাতীয় উদ্ভিদ
# মস একটি অভাস্কুলার অপুষ্পক উদ্ভিদ ।
এর প্রধান দেহ গ্যমেটোফাইট ।
গ্যামেটোফাইটের উপরই এর স্পোরোফাইট সৃষ্টি হয় ।
অর্থাৎ এর স্পোরোফাইট আংশিক বা সর্ম্পূরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল ।
# ফার্ন একটি ভাস্কুলার অপুস্পক উদ্ভিদ ।
এর প্র্রধান দেহ স্পোরোফাইট ।এর স্পোর অংকুরিত হয়ে হৃৎপিন্ডাকার গ্যামেটোফাইট উদ্ভিদ সৃষ্টি হয় ।
এর গ্যামেটোফাইটের নাম ফার্ন প্রোথ্যালাস।
এরা উভয়েই স্বতন্ত্র স্বাধীন উদ্ভিদ।
গ্যামেটোফাইটের ও স্পোরোফাইট বিস্তারিত এই ভিডিওতে
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
#biologyhelpline
gametophyte and sporophyte difference, gametophyte and sporophyte, gametophyte meaning, gametophyte generation, gametophyte and sporophyte are independent in,