করোনারি ধমনি হৃৎপিন্ডের দেয়ালের টিশ্যুতে রক্ত সরবরাহ করে।অনেক সময় এই ধমনির ভিতরের দেয়ালে উচ্চ মাত্রার কোলেস্টেরল জমে ধমনির লুমেন ছোট হয়ে যায়।ইহাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে।
ধমনির ভিতর দিয়ে রক্ত চলাচলের পথ কম হওয়ায় হৃৎপিন্ডের সংশ্লিষ্ট টিশ্যু প্রয়োজনীয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায়না। এর ফলে হৃৎপিন্ডের টিশ্যু মারা যায় । ইহাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে ।
প্রচলিত ভাষায় ইহাই হার্ট অ্যাটাক ।
বর্তমানে আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে ধমনির ভিতর থেকে প্লেক অপসারন করে রক্ত চলাচলের ব্যবস্থা করা হয় । করোনারি ধমনি পুনরায় প্রশস্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে।
এর জন্য বক্ষ উন্মুক্ত করার প্রয়োজন হয় না।
করোনারি ধমনিতে জমা হওয়া চর্বি বা প্ল্যাক এর ধরন ও অবস্থান বিভিন্ন রকম। তাই তা অপসারনের প্রক্রিয়াতেও ভিন্নতা রয়েছে।
মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বিস্তারিত এই ভিডিওতে -