স্ত্রী গ্যামিটোফাইট
উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট ।
গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি হয় ।
স্পোরোফাইট উদ্ভিদে সৃষ্ট স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।
অর্থাৎ স্পোর থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয় ।
গ্যামেটোফাইটে উৎপন্ন দুই প্রকার গ্যামেট মিলিত হয়ে সৃষ্টি হয় জাইগোট। আর এই জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। অর্থাৎ জাইগোট থেকে স্পোরোফাইট সৃষ্টি হয়।
স্পোরোফাইট উদ্ভিদে সৃষ্ট স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।
অর্থাৎ স্পোর থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয় ।
গ্যামেটোফাইটে উৎপন্ন দুই প্রকার গ্যামেট মিলিত হয়ে সৃষ্টি হয় জাইগোট। আর এই জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। অর্থাৎ জাইগোট থেকে স্পোরোফাইট সৃষ্টি হয়।
আবৃতবীজী উদ্ভিদগুলো হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু
১) মাইক্রোস্পোর বা পরাগরেনু
২) মেগাস্পোর বা স্ত্রীরেনু
ফুলের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে সৃষ্টি হয় স্ত্রীরেনু ।
মেগাস্পোর বা স্ত্রী রেনু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট।
ডিম্বানু ,সহকারি কোষ ,গৌন নিউক্লিয়াস ও প্রতিপাদ কোষ নিয়ে গঠিত হয় স্ত্রী গ্যামেটোফাইট।
বিস্তারিত এই ভিডিওতে -
gametophyte,gametophyte and sporophyte,gametophyte and sporophyte in bangla,gametophyte and sporophyte life cycle,sporophyte and gametophyte in bangla,Female gametophyte development in Bangla, female gametophyte