স্ত্রী গ্যামিটোফাইট 


উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট ।

গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি হয় ।

স্পোরোফাইট উদ্ভিদে সৃষ্ট স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।
অর্থাৎ স্পোর থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয় ।

গ্যামেটোফাইটে উৎপন্ন দুই প্রকার গ্যামেট মিলিত হয়ে সৃষ্টি হয় জাইগোট। আর এই জাইগোটই হলো স্পোরোফাইটের প্রথম কোষ। অর্থাৎ 
জাইগোট থেকে স্পোরোফাইট সৃষ্টি হয়। 


আবৃতবীজী উদ্ভিদগুলো হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু 

অর্থাৎ এদের ২ প্রকার রেনু উৎপন্ন হয় । যথা - 

১) মাইক্রোস্পোর বা পরাগরেনু 

২) মেগাস্পোর বা স্ত্রীরেনু

ফুলের গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে সৃষ্টি হয় স্ত্রীরেনু ।

মেগাস্পোর বা স্ত্রী রেনু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট।

ডিম্বানু ,সহকারি কোষ ,গৌন নিউক্লিয়াস ও প্রতিপাদ কোষ নিয়ে গঠিত হয় স্ত্রী গ্যামেটোফাইট।



বিস্তারিত এই ভিডিওতে -



gametophyte,gametophyte and sporophyte,gametophyte and sporophyte in bangla,gametophyte and sporophyte life cycle,sporophyte and gametophyte in bangla,Female gametophyte development in Bangla, female gametophyte
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline