SSC Biology chapter 4

 শ্বসন নোট


সবাত শ্বসন (Aerobic Respiration)

যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে সবাত শ্বসন বলে

সবাত শ্বসন শুরু হয় সাইটোসলে কিন্তু শেষ হয় মাইটোকন্ড্রিয়ায়

সাইটোসল : 

সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসল বলে

সবাত শ্বসনের ধাপ 4 টি 
১/ গ্লাইকোলাইসিস
২/ অ্যাসিটাইল কো এ সৃষ্টি
৩/ ক্রেবস চক্র
৪/ ইলেকট্রন প্রবাহ তন্ত্র


অবাত শ্বসন (Anaerobic Respiration)

যে শ্বসন প্রক্রিয়ায় কোন শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরে এনজাইম দিয়ে আংশিক জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে অবাত শ্বসন বলে

সম্পূর্ন অবাত শ্বসন সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে
অবাত শ্বসনের ধাপ 2 টি
১/ গ্লকোজের অসম্পূর্ণ জারণ
২/ পাইরুভিক এসিডের বিজারণ

শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ

বাহ্যিক প্রভাবকসমূহ

১/ তাপমাত্রা
২/ অক্সিজেন
৩/ পানি
৪/ আলো
৫/ কার্বন ডাই অক্সাইড

অভ্যন্তরীণ প্রভাবক সমূহ

১/ খাদ্যদ্রব্য
২/ উৎসেচক
৩/ কোষের বয়স
৪/ অজৈব লবণ
৫/ কোষ মধ্যস্থ পানি


শ্বসনের গুরুত্ব : 

/ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয়।

২/শ্বসনে নির্গত কার্বন-ডাই-অক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়।

৩/ শ্বসন উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে।

৪/ কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে।

৫/ শ্বসন প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

৬/ এই প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব এসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবনের অন্যান্য জৈবিক কাজে সহায়তা করে। 

৭/ অবাত শ্বসনে ইথাইল অ্যালকোহল তৈরি হয় যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।

৮/ বিশেষ ধরনের অবাত শ্বসন ফারমেন্টেশন এর মাধ্যমে দ‌ই, পনির ইত্যাদি উৎপাদিত হয়

৯/ ইস্ট এর অবাত শ্বসনের ফলে এলকোহল এবং কার্বন-ডাই-অক্সাইড গ্যাস তৈরি হয়। এই গ্যাসের চাপে রুটি ফুলে।

উপক্ষার ( Alkaloids) :  

প্রাকৃতিকভাবে উৎপাদিত এক শ্রেণীর জৈব যৌগ যেগুলো অধিকাংশ ক্ষেত্রে ক্ষারীয় নাইট্রোজেন অণু ধারণ করে থাকে বিষম চক্রের অংশ হিসেবে এবং শারীরিক প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম

ফার্মেন্টেশন (Fermentation) : গাজন

কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে Glucose অনু সম্পূর্নভাবে জারিত হয়ে ইথানল বা ল্যাকটিক এসিড সৃষ্টি ও অল্প পরিমান শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলে।


বিস্তারিত এই ভিডিওতে


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

Respiration class 10,SSC Biology chapter 4,respiration in bangla,শ্বসন ssc,mechanism of respiration physiology bangla,respiration,cellular respiration,aerobic respiration,internal respiration,respiration meaning,external respiration,aerobic cellular respiration,types of respiration,site of cellular respiration,anaerobic respiration