Alternation of generations in flowering plants

 উদ্ভিদ প্রজনন 

সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে জনুক্রম 


সপুষ্পক উদ্ভিদের জীবনের প্রথম কোষ হলো জাইগোট। জাইগোট থেকে সৃষ্টি হয় ভ্রুন। ভ্রুন থেকে সৃষ্টি হয় চারা। সেই চারা পরবর্তীতে পূর্ণাঙ্গ সপুষ্পক উদ্ভিদে পরিণত হয়।

 আমরা জানি, জাইগোট ডিপ্লয়েড। তাহলে ভ্রুনও ডিপ্লয়েড, চারাও ডিপ্লয়েড, পূর্ণাঙ্গ উদ্ভিদও ডিপ্লয়েড। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল‌ও ডিপ্লয়েড। 

আমরা জানি, উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয়  স্পোরোফাইট। তাহলে সপুষ্পক উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল সব‌ই স্পোরোফাইটের অংশ। এখন ফুল যেহেতু স্পোরোফাইট তাহলে ফুলের প্রতিটা স্তবক‌ও স্পোরোফাইট বা ডিপ্লয়েড। 

পুংকেশর ডিপ্লয়েড, পরাগধানী ডিপ্লয়েড, পরাগথলি ডিপ্লয়েড, সেই পরাগ থলির ভিতর পরাগ মাতৃকোষও ডিপ্লয়েড। এরপর সেই পরাগ মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগরেণু উৎপন্ন হয়।



 উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট। পরাগরেণু গ্যামেটোফাইট এর প্রথম কোষ অর্থাৎ পরাগরেণু থেকে সৃষ্টি হয় পুং গ্যামেটোফাইট।

পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ড স্থানান্তরিত হওয়াকে  পরাগায়ন বলে। পরাগায়নের পর পরাগরেণু থেকে পরাগনালিকা সৃষ্টি হয় এবং সেই পরাগনালি কার ভিতরে পুং গ্যামেট সৃষ্টি হয়। এই পরাগরেণু, পরাগনালিকা নালিকা, নালিকা নিউক্লিয়াস ও দুটি পুং গ্যামেটকে একত্রে পুং গ্যামেটোফাইট বলে। 

অপরদিকে স্ত্রী কেশরের গর্ভাশয় এর ভিতর সৃষ্টি হয় ডিম্বক ডিম্বকের ভিতর ডিপ্লয়েড স্ত্রীরেনু মাতৃকোষে থেকে মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড স্ত্রীরেনু সৃষ্টি হয়। স্ত্রীরেনু স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ অর্থাৎ স্ত্রীরেনু থেকে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি হয়। স্ত্রী গ্যামেটোফাইটের ভিতরে ডিম্বাণু সহকারি কোষ, গৌন কেন্দ্রিকা ও প্রতিপাদ কোষ সৃষ্টি হয়।

ভ্রুনথলি এবং তার মাঝে অবস্থিত ডিম্বাণু, সহকারি কোষ, গৌনকেন্দ্রিকা ও প্রতিপাদ কোষকে একত্রে স্ত্রী গ্যামেটোফাইট বলে। 



পুং গ্যামেটোফাইটের মধ্যে পুংগ্যামেট বা শুক্রাণু সৃষ্টি হয় আর স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বানু সৃষ্টি হয়। এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে উৎপন্ন হয় জাইগোট। সেই জাইগোট থেকে আবার ভ্রুন সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের স্পোরোফাইটিক দশার শুরু হয়।

আমরা লক্ষ্য করলাম, সপুষ্পক উদ্ভিদ স্পোরোফাইট এবং এই স্পোরোফাইটের এক পর্যায়ে গ্যামেটোফাইট সৃষ্টি হয়-  পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট। এইভাবে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র চলতে থাকে।

কোন জীবের জীবনচক্রে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। 

আমরা লক্ষ্য করলাম, সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে ডিপ্লয়েড স্পোরোফাইটিক দশার ও হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তন বিদ্যমান। এই স্পোরোফাইট ও গ্যামেটোফাইট এর আকার আকৃতি সম্পূর্ণ ভিন্ন। তাই এই জনুক্রমকে বলা হয় হেটারোমরফিক জনুক্রম বা অসম আকৃতির জনুক্রম।


বিস্তারিত এই ভিডিওতে 

 

আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

biology,Biology Helpline,Flowering plant life cycle in Bangla,Alternation of generations in Bangla,flowering plant life cycle,flowering plant reproduction,plant life cycle,flowering plant sexual reproduction,angiosperm life cycle,angiosperm flowering plant life cycle,alternation of generations in plants,alternation of generations in flowering plants