Biology 2nd paper
chapter 2 (Hydra)
Special MCQ
1. হাইড্রা এক প্রকার -
i) মেটাজোয়া ii) হেটারোট্রফ iii) কার্নিভোর
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. হাইড্রার দেহে বিদ্যমান -
i) হাইপোস্টোম ii) সোমাইট iii) সিলেন্টেরন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. হাইড্রার কোথায় অন্ত:কোষীয় পরিপাক হয় ?
ক) পুষ্টি কোষ
খ) সিলেন্টেরন
গ) পাকস্থলী
ঘ) নিডোসাইট কোষ
4. কোন কোষে বিষাক্ত তরল বিদ্যমান ?
ক) গ্রন্থি কোষ
খ) সংবেদী কোষ
গ) নিডোসাইট কোষ
ঘ) ইন্টারস্টিশিয়াল কোষ
5. Cnidaria পর্বের -
i) সমুদ্র শশা ii) সমুদ্র কলম iii) সমুদ্রের ফুল
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. হাইড্রার আছে -
i) গ্যাস্ট্রুলা ii) গ্যাস্ট্রোডার্মিস iii) গলবিল
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. হিপ্নোটক্সিনের উপাদান -
i) ফেনল ii) লিপিড iii) আমিষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. বহি:কোষীয় পরিপাক যেখানে হয় -
i) সিলোম ii) সিলেন্টেরন iii) মেসেন্টেরন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. যে কোষ হাইড্রার দেহের উভয় স্তরেই বিদ্যমান -
i) নিডোসাইট ii) ইন্টারস্টিশিয়াল iii) গ্রন্থি কোষ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. দ্বিস্তরী প্রানীর বৈশিষ্ট্য -
i) মেডুসা ii) মেটামেয়ার iii) মেসোগ্লিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. হাইড্রায় পরিপাক হয় -
i) সিলেন্টেরনে ii) নিডোসাইট কোষে iii) পুষ্টি কোষে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. হাইড্রায় শ্বসন হয় যে অঙ্গে -
i) ত্বক ii) হাইপোস্টোম iii) ফুসফুস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. হাইড্রায় রেচন কাজে নিয়োজিত
ক) বৃক্ক
খ) নেফ্রন
গ) ত্বক
ঘ) নেফ্রিডিয়া
14. মেসোগ্লিয়া বিদ্যমান যার দেহে -
i) সমুদ্র কলম ii) সমুদ্র শশা iii) জেলিফিশ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. হাইড্রা -
i) ইউমেটাজোয়া ii) এন্টেরোজোয়া iii) ইউসিলোমেট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. হাইড্রায় অনুপস্থিত -
i) পেরিটোনিয়াম ii) হাইপোস্টোম iii) নেফ্রোস্টোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. লম্বা দূরত্ব অতিক্রমে হাইড্রার সাধারণ চলন প্রক্রিয়া -
ক) সমারসল্টিং
খ) লুপিং
গ) হাটা
ঘ) সাঁতার
18. নিপল বিদ্যমান হাইড্রার -
ক) কর্শিকায়
খ) পাদ চাকতিতে
গ) ডিম্বাশয়ে
ঘ) শুক্রাশয়ে
19. হাইড্রায় উৎপন্ন হয় -
i) পোলার বডি ii) নেমাটোসিস্ট ব্যাটারি iii) স্পার্মাটোগোনিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. ব্লাস্টুলার কোষগুলোকে বলা হয় -
ক) ব্লাস্টোমিয়ার
খ) ব্লাস্টোডার্ম
গ) ব্লাস্টোসিল
ঘ) ব্লাস্টোপোর
21. হাইড্রার খাবার -
i) আস্ত প্রানী ii) লার্ভা iii) ডিম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. কর্শিকা যে কাজে ব্যবহৃত হয় -
i) চলন ii) আত্মরক্ষা iii) শিকার ধরা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. কোনটি মূলত রূপান্তরিত সিলিয়াম ?
ক) কর্শিকা
খ) নেমাটোসিস্ট
গ) নিডোসিল
ঘ) নিডোসাইট
24. সিলোমে অবস্থান করে -
i) হৃৎপিণ্ড ii) যকৃত iii) ফুসফুস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. কোনটি টটিপটেন্ট কোষ ?
ক) পেশি আবরনী
খ) ইন্টারস্টিশিয়াল
গ) সংবেদী কোষ
ঘ) পুষ্টি কোষ
আরও দেখুন. Chapter 2 Grasshopper MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর