SSC Biology hapter 4
জীবনীশক্তি MCQ
SSC Biology chapter 4 Notes
1. ক্রেবস চক্রে কত অনু ATP উৎপন্ন হয় ?
ক) ৩৮
খ) ৩৬
গ) ২৪
ঘ) ৮
2. পাতায় হয় -
i) রেসপিরেশান ii) ট্রান্সপিরেশান iii) ফসফোরাইলেশান
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. ক্লোরোপ্লাষ্টে হয় -
i) ফটোলাইসিস ii) ফটোফসফোরাইলেশন iii) ফটোসিনথেসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. C4 উদ্ভিদে হয় -
i) ক্রেবস চক্র ii) ক্যালভিন চক্র iii) হ্যাচ ও স্ল্যাক চক্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় -
i) অক্সিজেন ii) ATP iii) বিজারিত NADP
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় কোন অঙ্গানুতে ?
ক) গলজি বস্ত্ত
খ) ক্লোরোপ্লাষ্ট
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) সেন্ট্রোজোম
7. সালোকসংশ্লেষন ও শ্বসন উভয়টিকে প্রভাবিত করে -
i) আলো ii) কার্বন ডাই অক্সাইড iii) অক্সিজেন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. শ্বসন যেখানে বেশি হয় -
i) ফুলের কুঁড়ি ii) মূলের অগ্রভাগ iii) অঙ্কুরিত বীজ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. ক্লোরোপ্লাষ্টের মাতৃকায় হয় -
i) ক্যালভিন চক্র ii) হ্যাচ ও স্ল্যাক চক্র iii) ক্রাসুলেসিয়ান এসিড বিপাক
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. সাইটোপ্লাজমে হয় -
i) ক্রেবস চক্র ii) ক্যালভিন চক্র iii) হ্যাচ ও স্ল্যাক চক্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. ক্লোরোপ্লাষ্টে বিদ্যমান -
i) গ্রানা ii) ক্রিস্টি iii) থাইলাকয়েড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. সালোকসংশ্লেষনে উৎপন্ন উপজাত দ্রব্য -
i) পানি ii) গ্লুকোজ iii) অক্সিজেন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. কোষ ঝিল্লির ভাজকে কী বলা হয় ?
ক) ভিলাই
খ) মাইক্রোভিলাই
গ) গ্রানা
ঘ) ক্রিস্টি
14. খাদ্য ভেঙ্গে শক্তি উৎপন্ন হয় -
i) সাইটোসলে ii) মাইটোকন্ড্রিয়ায় iii) ক্লোরোপ্লাস্টে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. ফসফোরাইলেশন হয় -
i) সাইটোসলে ii) মাইটোকন্ড্রিয়ায় iii) ক্লোরোপ্লাস্টে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় কোথায় হয় ?
ক) গ্রানা
খ) স্ট্রোমা
গ) ক্রিস্টি
ঘ) মাইক্রোভিলাই
17. ক্রেবস চক্র হয় -
i) উদ্ভিদে ii) শৈবালে iii) ছত্রাকে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয় ?
ক) গ্লাইকোলাইসিস
খ) অ্যাসাটাইল কো এ সৃষ্টি
গ) ক্রেবস চক্র
ঘ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
19. ক্রেবস চক্র হয় -
i) ফুসফুসে ii) বৃক্কে iii) যকৃতে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. ক্লোরোপ্লাষ্টে বিদ্যমান -
i) ক্লোরোফিল ii) ক্যারোটিন iii) জ্যান্থোফিল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. শ্বসন হয় -
i) ফুসফুসে ii) পাতায় iii) মাইসেলিয়ামে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. সালোকসংশ্লেষণ হয় যে টিস্যুতে -
i) মেসোফিল ii) প্যারেনকাইমা iii) ক্লোরেনকাইমা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে দুটি পর্যায়ে বিভক্ত করেন কে ?
ক) বেন্দা
খ) ব্ল্যাকম্যান
গ) রবার্ট ব্রাউন
ঘ) স্ট্রাসবার্জার
24. কোষের ভিতরে হয় -
i) ফার্মেন্টেশান ii) সবাত শ্বসন iii) সালোকসংশ্লেষন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল কোনটি ?
ক) ক্রিস্টি
খ) স্ট্রোমা
গ) মাইক্রোভিলাই
ঘ) থাইলাকয়েড
আরও দেখুন SSC Biology Chapter 5 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও। এরপর