HSC Biology 1st paper chapter 9 | Question and answer
 

Biology 1st paper chapter 9

উদ্ভিদ শারীরতত্ত্ব  নোট



1st paper chapter 9 MCQ


শারীরতত্ত্ব : 

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহে সংঘটিত সকল প্রকার ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাকে শারীরতত্ত্ব বলে। যেমন - শ্বসন, রেচন, সালোকসংশ্লেষন ইত্যাদি।

উদ্ভিদ শারীরতত্ত্বের জনক Stephen Hales 


খনিজ লবণ পরিশোষণ 

খনিজ পুষ্টি

 উদ্ভিদ তার দেহের প্রয়োজনে বিভিন্ন উপাদান পরিবেশ থেকে বিশেষ করে মাটি থেকে শোষণ করে, তাই এই উপাদানগুলোকে খনিজ পুষ্টি বলে। 

 

অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি : 

যে মৌলটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবন চক্র সম্পন্ন করতে পারে না অথবা যে মৌলটি উদ্ভিদ গঠনের বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ, তাকে অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি বলে। 

অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ১৭ টি।


ম্যাক্রোমৌল : 

অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গুলোর মধ্যে যে মৌলগুলো উদ্ভিদের অধিক পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে ম্যাক্রোমৌল বলে।

ম্যাক্রোমৌলসমূহ - 

১/ হাইড্রোজেন 

২/ কার্বন 

৩/ অক্সিজেন 

৪/ নাইট্রোজেন 

৫/ পটাশিয়াম 

৬/ ক্যালসিয়াম 

৭/ ম্যাগনেসিয়াম 

৮/ ফসফরাস 

৯/ সালফার 


মাইক্রোমৌল : 

অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গুলোর মধ্যে যে মৌল গুলি উদ্ভিদের অপেক্ষাকৃত কম পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে মাইক্রোমৌল বলে।

মাইক্রোমৌলসমূহ - 

৯/ ক্লোরিন 

১০/ বোরণ 

১১/ আয়রন 

১২/ ম্যাংগানিজ 

১৩/ কপার 

১৪/ সোডিয়াম 

১৫/ মলিবডেনাম 


সক্রিয় শোষন : 

যে শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদের বিপাকীয় শক্তি খরচ হয়, তাকে সক্রিয় শোষণ বলে।


সক্রিয় শোষন মতবাদসমূহ - 

১/ লুনডেগড় মতবাদ

২/ প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ

৩/ লেসিথিন বাহক মতবাদ


নিষ্ক্রিয় শোষন : 

যে শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদের বিপাকীয় শক্তি খরচ হয় না, তাকে নিষ্ক্রিয় শোষণ বলে।


নিষ্ক্রিয় শোষন মতবাদসমূহ - 

১/ ব্যাপন মতবাদ

২/ আয়ন বিনিময় মতবাদ

৩/ ডোন্যান সাম্যাবস্থা মতবাদ


প্রস্বেদন Transpiration

 যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বলে।


 # পত্ররন্ধ্র :

 পাতার ঊর্ধ্ব:ত্বক ও নিম্ন:ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত সূক্ষ ছিদ্রপথকে পত্ররন্ধ্র বলে।


 # মেসোফিল :

 পাতার ঊর্ধ্ব:ত্বক ও নিম্ন:ত্বকের মাঝে অবস্থিত প্যারেনকাইমা টিস্যুকে মেসোফিল বলে ।

অথবা পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে।


 # প্যালিসেড প্যারেনকাইমা :

 মেসোফিল টিস্যুর যে অংশে প্যারেনকাইমা কোষগুলো সারিবদ্ধ ভাবে সজ্জিত থাকে তাকে প্যালিসেড প্যারেনকাইমা বলে


 # স্পঞ্জি প্যারেনকাইমা :

  মেসোফিল টিস্যুর যে অংশে প্যারেনকাইমা কোষগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তাকে স্পঞ্জি প্যারেনকাইমা বলে



সালোকসংশ্লেষন Photosynthesis 

 

# সালোকসংশ্লেষনের আলোক নির্ভর পর্যায় কোথায় সম্পন্ন হয় ?

ক্লোরোপ্লাষ্টের গ্রানায় 


# সালোকসংশ্লেষনের আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় সম্পন্ন হয় ?

ক্লোরোপ্লাষ্টের স্ট্রোমায় 


# শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় কোন পর্যায়ে ? 

আলোক নিরপেক্ষ পর্যায়ে 

 

# ক্রাঞ্জ এনাটমি (Kranz Anatomy)

C4 উদ্ভিদে পাতার বান্ডল সিথকে ঘিরে মেসোফিল টিস্যুর কোষগুলো বিশেষ ভাবে সজ্জিত থাকে। এই বিশেষ সজ্জাকেই ক্রাঞ্জ এনাটমি বলে। 


# ভাস্কুলার টিস্যু

জাইলেম ও ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের দেহে পানি, খনিজ লবন এবং পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, তাই এই দুটি টিস্যুকে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বলে।

# ভাস্কুলার বান্ডল

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলে।

সালোকসংশ্লেষন প্রক্রিয়া বিস্তারিত এখানে 


শ্বসন (Respiration)

সবাত শ্বসন (Aerobic Respiration)

যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে সবাত শ্বসন বলে

সবাত শ্বসন শুরু হয় সাইটোসলে কিন্তু শেষ হয় মাইটোকন্ড্রিয়ায়

সাইটোসল :

সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসল বলে 


সবাত শ্বসনের ধাপ 4 টি 
১/ গ্লাইকোলাইসিস
২/ অ্যাসিটাইল কো এ সৃষ্টি
৩/ ক্রেবস চক্র
৪/ ইলেকট্রন প্রবাহ তন্ত্র

সবাত শ্বসন প্রক্রিয়া বিস্তারিত এখানে 


অবাত শ্বসন (Anaerobic Respiration)

যে শ্বসন প্রক্রিয়ায় কোন শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরে এনজাইম দিয়ে আংশিক জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে অবাত শ্বসন বলে

সম্পূর্ন অবাত শ্বসন সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে
অবাত শ্বসনের ধাপ 2 টি
১/ গ্লকোজের অসম্পূর্ণ জারণ
২/ পাইরুভিক এসিডের বিজারণ


# ফার্মেন্টেশন (Fermentation)

কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অনু সম্পূর্নভাবে জারিত হয়ে ইথানল বা ল্যাকটিক এসিড সৃষ্টি ও অল্প পরিমান শক্তি উতপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলে।  


আরও দেখুন - 1st paper chapter 10 Notes



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
 

transpiration meaning in bengali, transpiration in plants, photosynthesis meaning in bengali, photosynthesis process, respiration meaning in bengali, respiration ocess, respiration definition