HSC Biology 1st paper chapter 1 Question and Answer

 Biology 1st paper chapter 1

 কোষ ও এর গঠন নোট

 Biology 1st paper Chapter 1 MCQ

 

কোষ : Cell

জীবদেহের গঠন ও কাজের একক

বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে

কোষবিদ্যা : Cytology

জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা ও গবেষনা করা হয়

কোষ মতবাদ : Cell Theory

কোষ সম্পর্কে জার্মান বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান যে বক্তব্য প্রদান করেন 

আদিকোষ : Prokaryotic cell


যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাকে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে।

প্রকৃত কোষ : Eukaryotic cell

যে কোসে সুগঠিত নিউক্লিয়াস থাকে
প্রকৃত কোষ বিদ্যমান ছত্রাক, শৈবাল, উদ্ভিদ ও প্রাণী দেহে

দেহ কোষ : Somatic cell

যে কোষ দেহ গঠন করে 


জনন কোষ : Reproductive cell / Gamete

যে কোষ জীবের প্রজননে অংশ গ্রহন করে, তাকে বলা হয় জনন কোষ ।





ফ্রাগমোপ্লাস্ট :

ফ্রাগমোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষের একটি বিশেষ গঠন যা সাইটোপ্লাজমের বিভাজনের শেষের দিকে সৃষ্টি হয় 
 

প্রোটোপ্রাজম : 

কোষঝিল্লি দিয়ে ঘেরা জীবকোষের সম্পূর্ণ সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে 

প্রোটোপ্লাজমের ৩টি অংশ - কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস

সাইটোপ্লাজম

 কোষঝিল্লী ও নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি অংশকে সাইটোপ্লাজম বলে 

সাইটোপ্লাজম এর দুইটি অংশ - সাইটোপ্লাজমীয় মাতৃকা এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু 
 

সাইটোসল : 

সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসল বলে 


প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম বিস্তারিত এখানে


কোষঝিল্লি : 


ফ্লুইড মোজাইক মডেল : 

কোষ ঝিল্লি সম্পর্কে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন যে বক্তব্য প্রদান করেন 


কোষঝিল্লি ও কোষ প্রাচীর বিস্তারিত 





সাইটোপ্লাজম ও অঙ্গানু : 


রাইবোসোম


কোষের প্রোটিন ফ্যাক্টরি - রাইবোসোম 

ফসফোরাইলেশন - 

কোন যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়া 

সাইটোক্রোম

 এক প্রকার ইলেকট্রন বাহক 



গলগি বডি :

কোষের ট্রাফিক পুলিশ - গলগি বডি 



লাইসোসোম : 

কোষের পাকস্থলি - লাইসোসোম 

এনজাইমের থলি - লাইসোসোম 

কোষের আত্মঘাতি থলিকা - লাইসোসোম

সুইসাইডাল স্কোয়াড - লাইসোসোম

অটোফ্যাগি

 প্রতিকূল পরিবেশে লাইসোসোমের সহায়তায় কোষীয় অঙ্গানু ধ্বংস করা

অটোলাইসিস

 প্রতিকূল পরিবেশে লাইসোসোমের সহায়তায় সম্পূর্ন কোষ ধ্বংস করা


# কোষের রান্নাঘরক্লোরোপ্লাষ্ট



কোষীয় অঙ্গানুসমূহ বিস্তারিত এই ভিডিওতে






ক্রোমোসোম

বংশগতির ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম

বিজ্ঞানী Strasburger ক্রোমোজোম আবিষ্কার করেন 1875 সালে 

জীব কোষে ২টি থেকে ১৬০০ টি পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে



DNA : 

বংশগতির রাসায়নিক ভিত্তি হলো ডিএনএ

# DNA এর পূর্ন রূপDeoxyribo Nucleic Acid 

ডিএনএ অনুর গঠন সম্পর্কিত ডাবল হেলিক্স মডেল উপস্থাপন করেন মার্কিন বিজ্ঞানী Watson এবং   ইংরেজ বিজ্ঞানী Crick 1953 সালে 

 

DNA অনুর গঠন বিস্তারিত এখানে


RNA

RNA  এর পূর্ন রূপ - Ribonucleic Acid 

আরএনএ এক সূত্রক। অর্থাৎ একটি মাত্র পলিনিউক্লিওটাইড নিয়ে গঠিত 

আরএনএ অণুতে নাইট্রোজেনঘটিত ক্ষারক থাইমিন এর পরিবর্তে ইউরাসিল থাকে


রেপ্লিকেশন :

একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএস সৃষ্টির প্রক্রিয়া কে রেপ্লিকেশন বলে

ট্রান্সক্রিপশন :

ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে ট্রানস্ক্রিপশন বলে

ট্রান্সলেশন :

আরএনএ থেকে প্রোটিন সৃষ্টির প্রক্রিয়া কে ট্রান্সলেশন বলে

জিন

জীবের সকল প্রকাশিত ও  অপ্রকাশিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে। 

জিন হল ডিএনএ অনুর নির্দিষ্ট অংশ যা একটি পলিপেপটাইড চেইন তৈরীর সংকেত ধারণ করে 

ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে 

জিনগুলো ক্রোমোজোমের ডিএনএর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে 

গ্রেগর জোহান মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে প্রকাশ করেছিলেন 

জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল 


জেনেটিক কোড :

জেনেটিক কোডন মোট 64 টি 

এরমধ্যে সেন্স কোডন 61 টি এবং ননসেন্স কোডন 3 টি 

ননসেন্স কোডন তিনটি হলো - UAA, UAG , UGA 

Start codon - AUG  

Stop codon - UAA, UAG, UGA 
 


জেনেটিক কোড বিস্তারিত এই ভিডিওতে



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline


cell structure, cell structure and function, cell biology, cell structure diagram, prokaryotic cell, eukaryotic cell, somatic cell, reproductive cell, gamete, animal cell, plant cell, dna, rna, replication, transcription, translation