Biology 1st paper chapter 2
কোষ বিভাজন নোট
1st paper chapter 2 MCQ
মাতৃকোষ :
অপত্য কোষ :
কোষ বিভাজনের মাধ্যমে জীবজগতে জীবদের দৈহিক বৃদ্ধি ও সংখ্যা বৃদ্ধি ঘটে। পূর্ববর্তী কোষের বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়।
জীবজগতের মধ্যে তিন ভাবে কোষ বিভাজন সম্পন্ন হয় -
১/ অ্যামাইটোসিস
২/ মাইটোসিস
৩/ মিয়োসিস
অ্যামাইটোসিস :
মাইটোসিস :
# মাইটোসিস কে সমীকরনিক বিভাজন বলা হয় কেন ?
ক্যারিওকাইনেসিস :
কোষের নিউক্লিয়াসের বিভাজন কে বলা হয় ক্যারিওকাইনেসিস
সাইটোকাইনেসিস : কোষের সাইটোপ্লাজম এর বিভাজন কে বলা হয় সাইটোকাইনেসিস
ইন্টারফেজ : কোষ বিভাজনের পূর্বে কোষের প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেজ বল
মুক্ত নিউক্লিয়ার বিভাজন :
সাইটোপ্লাজমের বিভাজন না হয়ে বারবার নিউক্লিয়াস বিভাজিত হওয়াকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা Free Nuclear Division বলে।
কোষ চক্র
একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন - এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে।
মাইটোসিসের গুরুত্ব
১) মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এর মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য বজায় থাকে।
২) মাইটোসিস এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জিবি পরিণত হয়।
৩) মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুনাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃংখলভাবে হতে পারে।
৪) মাইটোসিস এর ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়।
৫) জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬) ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীব দেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য।
৭) কিছু কিছু জীব কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস এর মাধ্যমে এদের পূরন ঘটে।
৮) মাইটোসিস এর ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে।
৯) অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে।
অনিয়ন্ত্রিত মাইটোসিস :
Oncogene :
Oncogenesis :
Metastasis :
Necrosis :
Apoptosis :
মিয়োসিস :
মিয়োসিস এর মাধ্যমে -
জননাঙ্গে জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপন্ন হয়
স্পোরাঞ্জিয়ামে স্পোর মাতৃকোষ থেকে স্পোর উৎপন্ন হয়
# মিয়োসিস কে হ্রাসমুলক বিভাজন বলা হয় কেন ?
# হোমোলোগাস ক্রোমোজোম :
# কায়াজমা :
* উদ্ভিদে মিয়োসিস হয় পরাগধানী ও ডিম্বকে
পরাগধানীর পরাগথলিতে ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণু উৎপন্ন হয়
ডিম্বকের ভিতর ডিপ্লয়েড স্ত্রীরেনু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্ত্রীরেনু উৎপন্ন হয়
* প্রাণীদেহে মিয়োসিস হয় পুরুষের শুক্রাশয়ে এবং মহিলাদের ডিম্বাশয়ে
শুক্রাশয়ে ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন হয়
ডিম্বাশয়ে ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয়
# কোন উপধাপে সিন্যাপসিস ঘটে ?
# কোন উপধাপে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় ?
ক্রসিং ওভার :
# কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে ?
# ক্রসিং ওভার কে আবিষ্কার করেন ?
# ক্রসিং ওভার আবিষ্কৃত হয়েছে কত সালে ?
মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য এই ভিডিওতে -