HSC Biology 1st paper chapter 2 Question and Answer

 Biology 1st paper chapter 2

কোষ বিভাজন নোট


1st paper chapter 2 MCQ


Walter Flemming কোষ বিভাজন আবিষ্কার করেন ১৮৮২ সালে

মাতৃকোষ

 কোষ বিভাজনের সময় যে কোষটি বিভাজিত হয়

অপত্য কোষ : 

 মাতৃকোষ বিভাজিত হয়ে যে কোষগুলো উৎপন্ন হয় 

কোষ বিভাজনের মাধ্যমে জীবজগতে জীবদের দৈহিক বৃদ্ধি ও সংখ্যা বৃদ্ধি ঘটে। পূর্ববর্তী কোষের বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়। 

জীবজগতের মধ্যে তিন ভাবে কোষ বিভাজন সম্পন্ন হয় -

১/ অ্যামাইটোসিস 

২/ মাইটোসিস 

৩/  মিয়োসিস 


অ্যামাইটোসিস

যে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় কাকে অ্যামাইটোসিস বলে।

সাধারনত: অ্যামাইটোসিস হয় আদি কোষে

মাইটোসিস :

যে কোষ বিভাজন প্রক্রিয়ায়  একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে মাইটোসিস বলে।

# মাইটোসিস কে সমীকরনিক বিভাজন বলা হয় কেন ?

মাইটোসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই মাইটোসিস কে সমীকরণ বিভাজন বলা হয়।

ক্যারিওকাইনেসিস

 কোষের নিউক্লিয়াসের বিভাজন কে বলা হয় ক্যারিওকাইনেসিস 

 

সাইটোকাইনেসিস : কোষের সাইটোপ্লাজম এর বিভাজন কে বলা হয় সাইটোকাইনেসিস 

 

ইন্টারফেজ : কোষ বিভাজনের পূর্বে কোষের প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেজ বল 

 

মুক্ত নিউক্লিয়ার বিভাজন : 

 সাইটোপ্লাজমের বিভাজন না হয়ে বারবার নিউক্লিয়াস বিভাজিত হওয়াকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা Free Nuclear Division বলে।

 

কোষ চক্র

 একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন - এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে।



মাইটোসিসের গুরুত্ব 

১) মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এর মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য বজায় থাকে।

২) মাইটোসিস এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সব বহুকোষী জীব‌ই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। এই একটি কোষ‌ই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জিবি পরিণত হয়।

৩) মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুনাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃংখলভাবে হতে পারে।

৪) মাইটোসিস এর ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়।

৫) জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৬) ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীব দেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য।

৭) কিছু কিছু জীব কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস এর মাধ্যমে এদের পূরন ঘটে।

৮) মাইটোসিস এর ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে।

৯) অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে।


অনিয়ন্ত্রিত মাইটোসিস : 

 

Oncogene : 

কোষ চক্র বিনষ্টকারী জিন

Oncogenesis : 

টিউমার সৃষ্টি হওয়া 

Metastasis : 

দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া 

Necrosis : 

পুষ্টির অভাবে অথবা বিষাক্ত দ্রব্যের কারনে কোষের মৃত্যু

Apoptosis : 

কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু


কোষ বিভাজন বিস্তারিত এই ভিডিওতে



মিয়োসিস :

যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায়  একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, তাকে মিয়োসিস বলে।

মিয়োসিস এর মাধ্যমে - 

 জননাঙ্গে জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপন্ন হয় 

স্পোরাঞ্জিয়ামে স্পোর মাতৃকোষ থেকে স্পোর উৎপন্ন হয় 


# মিয়োসিস কে হ্রাসমুলক বিভাজন বলা হয় কেন ?

মিয়োসিস কোষ বিভাজন এর ফলে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই মিয়োসিসকে হ্রাসমুলক বিভাজনও বলা হয়।

মিয়োসিস প্রক্রিয়া কে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় - 

মিয়োসিস - 1 
মিয়োসিস - 2 

মিয়োসিস 1 কে চারটি পর্যায়ে ভাগ করা হয় 

১/ প্রোফেজ 1 
২/ মেটাফেজ 1 
৩/ অ্যানাফেজ 1 
৪/ টেলোফেজ 1 

মিয়োসিস 2 কে চারটি পর্যায়ে ভাগ করা হয় 

১/ প্রোফেজ 2 
২/ মেটাফেজ 2 
৩/ অ্যানাফেজ 2 
৪/ টেলোফেজ 2 

প্রোফেজ 1 পর্যায়টি পাঁচটি উপপর্যায়ে বিভক্ত - 

১/ লেপ্টোটিন 
২/ জাইগোটিন 
৩/ প্যাকাইটিন 
৪/ ডিপ্লোটিন 
৫/ ডায়াকাইনেসিস 

# হোমোলোগাস ক্রোমোজোম

একই আকার আকৃতি ও বৈশিষ্ট্যসম্পন্ন দুটি ক্রোমোজোম যাদের একটি পিতা থেকে এবং অপরটি মাতা থেকে আসে, তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলে।

# কায়াজমা

মিয়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়ের সময় যে ক্রস আকৃতির গঠন সৃষ্টি হয়, তাকে কায়াজমা বলে।


* উদ্ভিদে মিয়োসিস হয় পরাগধানী ও ডিম্বকে 

পরাগধানীর পরাগথলিতে ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণু উৎপন্ন হয় 

ডিম্বকের ভিতর ডিপ্লয়েড স্ত্রীরেনু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্ত্রীরেনু উৎপন্ন হয় 


* প্রাণীদেহে মিয়োসিস হয় পুরুষের শুক্রাশয়ে এবং মহিলাদের ডিম্বাশয়ে 

শুক্রাশয়ে ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন হয় 

ডিম্বাশয়ে ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয় 


# কোন উপধাপে সিন্যাপসিস ঘটে ?

ডিপ্লোটিন উপধাপে

# কোন উপধাপে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় ?

ডিপ্লোটিন উপধাপে


ক্রসিং ওভার : 

মিয়োসিস কোষ বিভাজনের সময় প্রোফেজ-১ ধাপের প্যাকাইটিন উপধাপে হোমোলোগাস ক্রোমোজোমের দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে। এই ঘটনাকে ক্রসিংওভার বলে।

# কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে ?

প্যাকাইটিন উপধাপে

# ক্রসিং ওভার কে আবিষ্কার করেন ?

থমাস হান্ট মর্গান 

# ক্রসিং ওভার আবিষ্কৃত হয়েছে কত সালে ? 

১৯০৯ সালে 



মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য এই ভিডিওতে

 
 

 আরও দেখুন - 1st paper chapter 4 Notes

 
 
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

 

cell division, cell division types, cell division stages, cell division phases, amitosis, mitosis, meiosis, cell division in bangla, mitosis cell division, mitosis and meiosis, mitosis vs meiosis, mitosis definition, meiosis definition