HSC Biology 1st paper chapter 8 Question and Answer

 Biology 1st paper chapter 8

টিস্যু ও টিস্যুতন্ত্র নোট


1st paper chapter 8 MCQ

 
# টিস্যু :

একই উৎস থেকে উৎপন্ন এবং একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে।

 উদ্ভিদ টিস্যু ২ প্রকার - 
১/ ভাজক টিস্যু
২/ স্থায়ী টিস্যু

ভাজক টিস্যু 

(Meristematic Tissue)


যে টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা আছে 


ভাজক টিস্যুর বৈশিষ্ট্য - 



উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার 

১/ প্রারম্ভিক ভাজক টিস্যু 

২/ প্রাইমারি ভাজক টিস্যু 

৩/ সেকেন্ডারি ভাজক টিস্যু 


অবস্থান অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার 

১/ শীর্ষস্থ ভাজক টিস্যু
 
২/ নিবেশিত ভাজক টিস্যু 

৩/ পার্শ্বীয় ভাজক টিস্যু  


কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার 

১/ মাস ভাজক টিস্যু

২/ প্লেট ভাজক টিস্যু  

৩/ রিব ভাজক টিস্যু  


কাজ অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার 

১/ প্রোটোডার্ম 

২/ প্রোক্যাম্বিয়াম   

৩/ গ্রাউন্ড মেরিস্টেম  

স্থায়ী টিস্যু


টিস্যুতন্ত্র (Tissue System)

একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলে।

টিস্যুতন্ত্র ৩ প্রকার - 

১/ এপিডার্মাল টিস্যুতন্ত্র
২/ গ্রাউন্ড টিস্যুতন্ত্র
৩/ ভাস্কুলার টিস্যুতন্ত্র

এপিডার্মাল টিস্যুতন্ত্র 

যে টিস্যুতন্ত্র উদ্ভিদ দেহের বহিরাবরন বা ত্বক সৃষ্টি করে তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলে।

* এপিডার্মাল টিস্যুতন্ত্রর অপর নাম ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal Tissue System) 

এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশসমূহ -


১/ এপিডার্মিস বা ত্বক 

২/ এপিডার্মিস এর উপাঙ্গ সমূহ 

৩/ স্টোমাটা বা পত্ররন্ধ্র 

৪/ হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র 


# পত্ররন্ধ্র কাকে বলে ? What is Stomata ?

উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও ‍নিয়ন্ত্রিত সূক্ষ চিদ্রপথকে পত্ররন্ধ্র বলে। 


# প্রস্বেদন কাকে বলে ? What is Transpiration ?

 যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বলে।


হাইডাথোড কাকে বলে ? What is Hydathode ?

পাতার কিনারায় অবস্থিত যে সূক্ষ ছিদ্রপথে পানি তরল আকারে নির্গত হয় তাকে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড বলে।

# গাটেশন কাকে বলে ? What is guttation ?

হাইডাথোডের ভিতর দিয়ে পানি তরলাকারে নির্গত হওয়াকে বলা হয় গাটেশন। 



গ্রাউন্ড টিস্যুতন্ত্র

ত্বকীয় টিস্যু ও পরিবহনতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে।
* গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অপর নাম আদি টিস্যুতন্ত্র (Fundamental Tissue System)

# স্টিলি (Stele) কাকে বলে ?  

উদ্ভিদের মূল ও কান্ডের পেরিসাইকল স্তর থেকে শুরু করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে।

# অধ:ত্বক কাকে বলে ?

উদ্ভিদের কান্ডের ত্বকের নিচে কোলেনকাইমা বা স্কে্লরেনকাইমা টিস্যুর এক বা একাধিক কোষীয় স্তরকে অধ:ত্বক বা হাইপোডার্মিস বলে।

# অন্ত:ত্বক কাকে বলে ? 

স্টিলীর বাইরে এবং কর্টেক্স এর নিচে অবস্থিত কোষের একটি স্তরকে অন্ত:ত্বক বা এন্ডোডার্মিস বলে।

# ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে ?

মূলের অন্ত:ত্বকীয় কোষের প্রস্থপ্রাচীর ও পার্শ্বপ্রাচীরে লিগনিন ও সুবেরিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনি সৃষ্টি হয় তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে।

# প্যাসেজ সেল কাকে বলে ?

অন্ত:ত্বকে বিদ্যমান পাতলা কোষ প্রাচীরযুক্ত কোষগুলোকে প্যাসেজ সেল বলে ।

# পেরিসাইকল বা পরিচক্র (Pericycle)

অন্ত:ত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকল বা পরিচক্র বলে। 

গ্রাউন্ড টিস্যুতন্ত্র প্রধানত দুই ভাগে বিভক্ত 


 ক) বহি:স্টিলীয় অঞ্চল 


১/ অধঃত্বক

২/ কর্টেক্স 

৩/ অন্ত:ত্বক 


খ) অন্ত:ষ্টিলীয় অঞ্চল 


১/ পেরিসাইকেল বা পরিচক্র 

২/ মজ্জা বা মেডুলা 

৩/ মজ্জা রশ্মি 

ভাস্কুলার টিস্যুতন্ত্র 

জাইলেম ও ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের দেহে পানি, খনিজ লবন এবং পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, তাই এই দুটি টিস্যুকে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বলে।

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র

* ভাস্কুলার টিস্যুতন্ত্রের অপর নাম ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র

জাইলেম টিস্যু 

জাইলেম এক প্রকার জটিল টিস্যু। এই টিস্যুতে চার প্রকার কোষ বিদ্যমান - 
১/ ট্রাকিড 
২/ ভেসেল 
৩/ জাইলেম প্যারেনকাইমা 
৪/ জাইলেম ফাইবার 

ফ্লোয়েম টিস্যু 

ফ্লোয়েম এক প্রকার জটিল টিস্যু । ফ্লোয়েম টিস্যুতে চার প্রকার কোষ বিদ্যমান - 
১/ সিভ কোষ 
২/ সঙ্গীকষ 
৩/ ফ্লোয়েম প্যারেনকাইমা 
৪/ ফ্লোয়েম ফাইবার 

পরিবহন টিস্যুগুচ্ছ  (Vascular Bundle)

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলে।

# ভাস্কুলার বান্ডল কত প্রকার ?

ভাস্কুলার বান্ডল ৩ প্রকার - সংযুক্ত, অরীয় ও কেন্দ্রিক

 # সংযুক্ত ভাস্কুলার বান্ডল কত প্রকার ?

দুই প্রকার - সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয়

# সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কত প্রকার ?

দুই প্রকার - সমপার্শ্বীয় মুক্ত ও সমপার্শ্বীয় বদ্ধ 


ভাস্কুলার বান্ডল বিস্তারিত এখানে 


একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন 

একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তঃগঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ -

১/ ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী মূলরোম থাকে

২/ অধঃত্বক অনুপস্থিত 

৩/ কর্টেক্সে অধঃত্বক নাই, কেবল অন্ত:ত্বক আছে 

৪/ পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত 

৫/ ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত  

৬/ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত 

৭/ জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৬ এর অধিক 

৮/ মজ্জা বৃহৎ 


একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন 

একবীজপত্রী উদ্ভিদ কান্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ 


১/ সাধারণত কান্ডরোম অনুপস্থিত 

২/ বহি:ত্বকে কিউটিকল উপস্থিত 

৩/ অধ:ত্বক আছে এবং সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত 

৪/ ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো 

৫/ মেটাজাইলেম পরিধীর দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত 

৬/ ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ প্রকৃতির





আরও দেখুন - 1st paper chapter 9 Notes



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
tissue systems in plants, tissue system definition, tissue system in vascular plants, tissue system and its function, epidermal tissue system in plants, vascular tissue system in plants, ground tissue system in plants