DNA এর গঠন :
কোষ জীব দেহের গঠন ও কাজের একক।
কোষের নিউক্লিয়াসে বিদ্যমান ক্রোমোসোম। বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোসোমের গাঠনিক উপাদান DNA , RNA এবং প্রোটিন । এই DNA অনুই বংশগতির রাসায়নিক ভিত্তি ।ইহা বৃহত্তম জৈব-রাসায়নিক অনু ।
আবার এই DNA অনুর এক একটি নির্দিষ্ট অংশই জিন। আর জিন দ্বারাই জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় ।
১৯৫৩ সালে এই গুরুত্বপূর্ন জৈব -রাসায়নিক অনুটির গঠন -প্রকৃতি আবিষ্কার করেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ।তারা DNA অনুর যে মডেল উপস্থাপন করেন তা ‘ডাবল হেলিক্স মডেল’ নামে পরিচিত।
ডিএনএ অণু দুই সূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন
অসংখ্য নিউক্লিওটাইড একটির পর একটি যুক্ত হয়ে যে লম্বা শিকল গঠিত হয় তাকে পলিপেপটাইড হয়
একটি নিউক্লিওটাইড এর তিনটি অংশ - পাঁচ কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও ফসফেট
নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো দুই ধরনের
১/ পিউরিন
২/ পাইরিমিডিন
পিউরিন ক্ষারক দুইটি - অ্যাডেনিন ও গুয়ানিন
পাইরিমিডিন ক্ষারক দুইটি - থাইমিন ও সাইটোসিন
এক সূত্রকের অ্যাডেনিন অপর সূত্রকের থাইমিন এর সাথে দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়
এক সূত্রকের গুয়ানিন অপর সূত্রকের সাইটোসিন এর সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়
অর্থাৎ একটি পিউরিন ও একটি পাইরিমিডিন এর মাঝে সব সময় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়
ডিএনএ অনুর প্রতিটি পূর্ণ ঘূর্ণন এর দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম
নিউক্লিওটাইডের মাঝে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম
ডিএনএ ডাবল হেলিক্স এর ব্যাস 20 অ্যাংস্ট্রম