SSC Biology chapter 6

SSC Biology chapter 6 

জীবে পরিবহন নোট

 

Chapter 6 MCQ 


উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক 

 

# ইমবাইবিশন : 

কলয়েড জাতীয় শুকনা বা আধাশুকনা পদার্থ যে প্রক্রিয়ায় তরল পদার্থ  শোষন করে, তাকে ইমবাইবিশন বলে। 


# ব্যাপন:

 যে প্র্রক্রিয়ায় কোন পদার্থের অনু বেশি ঘনত্বের  এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে ।


# অভিস্রবন :

বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবন থেকে উচ্চ ঘনত্বের দ্রবনের দিকে প্রবাহিত হওয়াকে অভিস্রবন বলে।


কর্টেক্স :

উদ্ভিদের এপিডার্মিস ও এন্ডোডার্মিসের মধ্যবর্তি অঞ্চলকে কর্টেক্স বলে।


নিষ্ক্রিয় শোষণ 


সক্রিয় শোষণ 








প্রস্বেদন 

উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। 


# পত্ররন্ধ্র (Stomata) :

উদ্ভিদের পাতা ও কচি কান্ডে বিদ্যমান দুটি রক্ষিকোষ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত সূক্ষ ছিদ্রপথকে পত্ররন্ধ্র বলে।


# লেন্টিসেল (Lenticel) :

উদ্ভিদের  গৌন বৃদ্ধির ফলে কান্ডের বাকলে যে সূক্ষ  ছিদ্র সৃষ্টি হয়, তাকে লেন্টিসেল বলে।






































Chapter 8 Notes


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline