floral axis and mother axis


পুষ্পাক্ষ : Floral Axis 

যে অক্ষের উপর ফুলের চারটি স্তবক অবস্থান করে, তাকে পুষ্পাক্ষ বলে

মাতৃঅক্ষ (Mother axis) 

যে অক্ষ থেকে ফুল বা পাতা সৃষ্টি হয়, তাকে মাতৃঅক্ষ বলে। 


পুষ্পপত্র (Floral Leaf) 

ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেক সদস্যকে পুষ্পপত্র বলে। যেমন - বৃত্যংশ, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর

বৃতির প্রতিটি সদস্যকে বলা হয় বৃত্যাংশ (Sepal)
দলমন্ডলে প্রতিটি সদস্যকে বলা হয় পাপড়ি (Petal) 
পুংস্তবকের প্রতিটি সদস্যকে বলা পুংকেশর (Stamen)
স্ত্রীস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় স্ত্রীকেশস বা গর্ভকেশর বা গর্ভপত্র (Carpel)

মঞ্জুরী পত্র (Bract)  

যে ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অঙ্গের কক্ষে কোন ফুল বা মঞ্জুরী সৃষ্টি হয়, তাকে মঞ্জুরী পত্র বলে


উপ মঞ্জুরী পত্র (Bracteole)

 ফুলে মঞ্জুরী পত্রের পরে মঞ্জুরী পত্রের ন্যায় অঙ্গ থাকলে তাকে উপমঞ্জুরী পত্র বলে।


 বিস্তারিত এই ভিডিওতে - 

 



 

আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Fb Profile :  Classical Homeo Hall
#biologyhelpline

Biology Helpline, biology, flower explanation, flower parts, flower structure, parts of a flower, parts of flower, structure of a flower, structure of a typical flower, structure of flower, typical structure of a flower, typical structure of a flower in bangla, Mother axis, Floral axis, Bract, Floral leaves, পুষ্পাক্ষ, মাতৃঅক্ষ, পুষ্পপত্র, মঞ্জুরী পত্র