Animal Diversity

প্রানীর বিভিন্নতা


* চিংড়িকে মাছ নামে ডাকা হলেও আসলে তা মাছ না; চিংড়ি Arthropoda পর্বের প্রানী ।অন্যদিকে মাছ হলো Chordata পর্বের ।

* বাদুড় পাখির মতো আকাশে উড়লেও তা কিন্তু পাখি নয় বরং স্তন্যপায়ী প্রানী ।

* পাখির শ্রেনী Aves কিন্তু বাদুড়ের শ্রেনী  Mammalia 
প্রানীর বিভিন্নতা | Animal Diversity
বাদুড়
* বাদুড় বাচ্চা প্রসব করে, বাচ্চা মায়ের স্তন পান করে এবং বাদুড়ের দেহ লোম দ্বারা আবৃত ।

* তিমি মাছের মতো সাগরে বিচরন করলেও তিমি কিন্তু মাছ নয়, স্তন্যপায়ী প্রানী

* স্তন্যপায়ী প্রানী হওয়া সত্ত্বেও তিমির দেহে কোন লোম থাকে না । 



* তিমি প্রানিজগতের মধ্যে সবচেয়ে বড়;স্থলচর প্রানীদের মধ্যে সবচেয়ে বড় হাতি

* কোষীয় সংগঠন মাত্রার প্রানী অর্থাৎ Porifera পর্বের প্রানীতে শুধু অন্ত:কোষীয় পরিপাক
হয়।

* কলা সংগঠন মাত্রার প্রানী অর্থাৎ Cnidaria পর্বের প্রানীতে অন্ত:কোষীয় এবং বহি:কোষীয়
উভয় ধরনের পরিপাকই সম্পন্ন হয় ।

* অঙ্গ-তন্ত্র মাত্রার প্রানী অর্থাৎ Platyhelminthes থেকে Chordata পর্বের প্রানীতে সবসময় বহি:কোষীয় পরিপাক সম্পন্ন হয় ।

* মাছের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ ২টি; ১টি অলিন্দ ও ১টি নিলয় ।

* উভচর প্রানীদের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ ৩টি; ২টি অলিন্দ ও ১টি নিলয় ।

* সরিসৃপ প্রানীদের হৃৎপিন্ড অসর্ম্পূনভাবে ৪ প্রকোষ্ঠে বিভক্ত ।নিলয় অসর্ম্পূনরূপে দ্বিধাবিভক্ত । 


* পাখি ও স্তন্যপায়ী প্রানীদের হৃৎপিন্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট; ২টি অলিন্দ ও ২টি নিলয় ।

* কোয়ানোসাইট কোষ Porifera পর্বে ।

* নিডোব্লাস্ট বা নিডোসাইট বা নেমাটোসাইট কোষ Cnidaria পর্বে ।

* শিখা কোষ Platyhelminthes পর্বে । 



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline