nocturnal emission

স্বপ্নদোষ 

     সুস্থ স্বাভাবিক পুরুষের শুক্রাশয়ে প্রতিনিয়ত শুক্রাণু উৎপন্ন হয়। এটি একটি অবিরাম চলমান প্রক্রিয়া। প্রতি সেকেন্ডে প্রায় ১৫০০ শুক্রাণু উৎপন্ন হয়ে এপিডিডাইমিসে জমা হয়। সেখানে এগুলো পরিপক্ক হ‌ইতে থাকে। বিবাহিত সক্ষম পুরুষের স্ত্রী সহবাসের সময় এগুলো স্ত্রীদেহে প্রবেশ করে।
   
       শুক্রাণু প্রতিনিয়ত উৎপন্ন হয়। কিন্তু একজন পুরুষ প্রতিদিন বীর্যপাত ঘটায় না। তাহলে এগুলো যায় কোথায় ?

স্বপ্নদোষ থেকে মুক্তির উপায় 


       শুক্রাণু এপিডিডাইমিসে অপেক্ষা করার পর বীর্যপাত না ঘটলে সেগুলো আবার দেহের সাথে মিশে যায়। দেহ সেগুলোকে ভেঙে ভিন্ন কাজে ব্যবহার করে।
     
       কখনো দেহের সাথে মিশার পর‌ও অতিরিক্ত রয়ে গেলে, সেগুলো ঘুমের ঘোরে স্বপ্নদোষ হিসেবে বের হয়ে আসে। তাই একজন সুস্থ সক্ষম পুরুষের মাসে ২/১ বার স্বপ্নদোষ হ‌ওয়া অস্বাভাবিক কিছু না। বরং ইহা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। 


       তবে যদি অতিরিক্ত স্বপ্নদোষ হ‌ইতে থাকে, তাহলে তা অসুস্থতা হিসেবে গন্য হবে। যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যার সমাধান হয়ে যায়।




আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline