স্বপ্নদোষ
শুক্রাণু প্রতিনিয়ত উৎপন্ন হয়। কিন্তু একজন পুরুষ প্রতিদিন বীর্যপাত ঘটায় না। তাহলে এগুলো যায় কোথায় ?
স্বপ্নদোষ থেকে মুক্তির উপায়
শুক্রাণু এপিডিডাইমিসে অপেক্ষা করার পর বীর্যপাত না ঘটলে সেগুলো আবার দেহের সাথে মিশে যায়। দেহ সেগুলোকে ভেঙে ভিন্ন কাজে ব্যবহার করে।
কখনো দেহের সাথে মিশার পরও অতিরিক্ত রয়ে গেলে, সেগুলো ঘুমের ঘোরে স্বপ্নদোষ হিসেবে বের হয়ে আসে। তাই একজন সুস্থ সক্ষম পুরুষের মাসে ২/১ বার স্বপ্নদোষ হওয়া অস্বাভাবিক কিছু না। বরং ইহা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া।
তবে যদি অতিরিক্ত স্বপ্নদোষ হইতে থাকে, তাহলে তা অসুস্থতা হিসেবে গন্য হবে। যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যার সমাধান হয়ে যায়।