Human sex determination.


লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম


পিতার শুক্রাণু ও মাতার ডিম্বানু মিলিত হয়ে উৎপন্ন হয় জাইগোট। আর এই জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েই একটি মানব শিশুর দেহ গঠিত হয়।
       
        শিশুর লিঙ্গ কী হবে অর্থাৎ সে ছেলে হবে নাকি মেয়ে হবে, তা নির্ধারিত হয় শুক্রাণু ও ডিম্বানুতে বিদ্যমান সেক্স ক্রোমোজোমের ভিত্তিতে।

 sex determination in human    

     একটি ডিম্বানুতে মোট ক্রোমোজোম থাকে ২৩ টি। 
এর মধ্যে ২২ টি অটোজোম এবং ১ টি সেক্স ক্রোমোজোম। 
এই সেক্স ক্রোমোজোমটির নাম X. সকল ডিম্বানুতেই X ক্রোমোজোম বিদ্যমান। 

       অপরদিকে একটি শুক্রাণুতেও মোট ক্রোমোজোম থাকে ২৩ টি। 
এর মধ্যে ২২ টি অটোজোম এবং ১ টি সেক্স ক্রোমোজোম। 

তবে অর্ধেক শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম X থাকে  এবং অর্ধেক শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম Y থাকে. অর্থাৎ সেক্স ক্রোমোজোমের ভিত্তিতে শুক্রাণু ২ প্রকার- X বিশিষ্ট শুক্রাণু এবং Y বিশিষ্ট শুক্রাণু। 


     X বিশিষ্ট শুক্রাণু যখন ডিম্বানুর সাথে মিলিত হয়, তখন জাইগোটের সেক্স ক্রোমোজোম XX হয় । এই জাইগোট থেকে মেয়ে শিশু জন্ম নেয়। 

লিঙ্গ নির্ধারণে y ক্রোমোজোমের ভূমিকা

      Y বিশিষ্ট শুক্রাণু যখন ডিম্বানুর সাথে মিলিত হয়, তখন জাইগোটের সেক্স ক্রোমোজোম XY হয়। এই জাইগোট থেকে ছেলে শিশু জন্ম নেয়।



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

human sex determination, human sex cells, human sex chromosomes, sex chromosome, sex determination, sex determination vs differentiation, sex determination in pregnancy