HSC Biology 2nd paper chapter 7

 Biology 2nd paper chapter 7

চলন ও অঙ্গচালনা নোট


2nd paper chapter 7 MCQ



মানব কঙ্কাল তন্ত্র Human Skeletal System



কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ 

কঙ্কালতন্ত্র প্রধানত দুই ভাগে বিভক্ত - 
১/ অক্ষীয় কঙ্কাল 
২/ উপাঙ্গীয় কঙ্কাল

অক্ষীয় কঙ্কাল 


অক্ষীয় কঙ্কালে এ মোট অস্থি  ৮০ টি

অক্ষীয় কঙ্কাল তিন ভাগে বিভক্ত - 

১/ করোটি 
করোটিতে অস্থি ২৯ টি

২/ মেরুদন্ড 
মেরুদন্ডে অস্থি ২৬ টি

৩/ বক্ষপিঞ্জর 
বক্ষপিঞ্জরে অস্থি ২৫ টি

উপাঙ্গীয় কঙ্কাল 


উপাঙ্গীয় কঙ্কালে অস্থি ১২৬ টি

উপাঙ্গীয় কঙ্কাল চার ভাগে বিভক্ত - 

১/ বক্ষ অস্থিচক্র 
বক্ষ অস্থি চক্রে অস্থি ৪ টি 

২/ বাহুর অস্থি 
দুই বাহুতে অস্থি ৬০ টি

৩/ শ্রোনি অস্থিচক্র 

শ্রোণী অস্থিচক্র অস্থি 2 টি 

অস্থি গুলোর নাম হিপ বোন 

প্রতিটি হিপবোন মূলত তিনটি অস্থির সমন্বয়ে গঠিত - ইলিয়াম ইস্চিয়াম ও পিউবিস 

৪/ পায়ের অস্থি 
দুই পায়ে অস্থির ৬০ টি

অস্থি 

গঠন অনুসারে অস্থি দুই প্রকার - 
১/ নিরেট অস্থি 
২/ স্পঞ্জি অস্থি 

নিরেট অস্থি 


ল্যামেলি : অস্থির মাতৃকা কতকগুলো স্তরে সাজানো থাকে, এই স্তরগুলোকে ল্যামেলি বলে


ল্যাকুনি : অস্থির প্রতিটি ল্যামেলায় বিদ্যমান ক্ষুদ্র গহ্বরগুলোকে ল্যাকুনি বলে


ক্যানালিকুলি অস্থির প্রতিটি ল্যাকুনা থেকে চারদিকে যে সূক্ষ নালিকাগুলো বের হয় সেগুলোকে ক্যানালিকুলি বলে ।


তরুণাস্থি 

তরুণাস্থি চার প্রকার - 

১/ স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি

২/ স্থিতিস্থাপক বা পীত-তন্তুময় তরুণাস্থি

৩/ শ্বেত-তন্তুময় তরুণাস্থি 

৪/ চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি 

পেশি টিস্যু  Muscular Tissue

সারকোলেমা : 
পেশি কোষের কোষ ঝিল্লিকে সারকোলেমা বলে ।

সারকোপ্লাজম : 
পেশি কোষের সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বলে ।

মায়োফাইব্রিল : 
পেশি কোষের সাইটোপ্লাজমে অনুদৈঘ্যভাবে সমান্তরালে সজ্জিত সূক্ষ্ণ তন্তুগুলোকে মায়োফাইব্রিল বলে।

পেশি টিস্যু তিন প্রকার - 

১/ মসৃণ বা অনৈচ্ছিক পেশি 

২/ হৃদপেশী বা কার্ডিয়াক পেশী 

৩/ কংকাল পেশি বা রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি 


এন্টাগোনিস্টিক পেশী  

ফ্লেক্সোর ও এক্সটেনসর পেশী

চলন(Locomotion) যে প্রক্রিয়ায় জীব তার নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে চলন বলে 


# আমাদের কঙ্কালে অস্থির সংখ্যা কতটি ?

২০৬ টি

 # অক্ষীয় কঙ্কালে কতটি অস্থি বিদ্যমান ?

 ৮০ টি


  # উপাঙ্গীয় কঙ্কালে কতটি অস্থি বিদ্যমান ?

 ১২৬ টি

 

# অস্থির আবরণের নাম কি ?

  পেরিঅস্টিয়াম

 

# তরুণাস্থির আবরণের নাম কি ?

 পেরিকন্ড্রিয়াম 


# অস্থি কোন ধরনের টিস্যু ?

 কঙ্কাল যোজক টিস্যু

 

# অস্থির মধ্যে কি কি কোষ বিদ্যমান ?

অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট


# নিরেট অস্থির গাঠনিক একক এর নাম কি?

 হ্যাভারসিয়ান তন্ত্র


# দেহের সবচেয়ে দীর্ঘ ও মজবুত অস্থির নাম কি ?

 ফিমার

 

# দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম কি ?

 স্টেপিস


 # স্টেপিস কোথায় অবস্থিত ?

 মধ্যকর্ণে



আরও দেখুন - 2nd paper chapter 11 Notes


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

human skeleton, human skeletal system, human skeleton bone names, skeletal connective tissue, muscular tissue, muscular system, human muscular system