embryonic development

 ভ্রূণের পরিস্ফুটন 


নিষেক :  

শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক  


জাইগোট : 

নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে বলা হয়ে যায় জাইগোট 


পরিস্ফুটন : 

জাইগোট থেকে শিশু প্রাণী সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পরিস্ফুটন 


ক্লিভেজ :  

জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ 


ভ্রুন : 

বিভাজনরত জাইগোটকে বলা হয় ভ্রুন 

 

ব্লাস্টোমিয়ার : 

জাইগোটের বিভাজনের ফলে উৎপন্ন কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার 


মরুলা : 

জাইগোটের বিভাজনের ফলে উৎপন্ন কোষের নিরেট পিন্ডকে বলা হয় মরুলা 

 

ব্লাস্টুলা : 

ভ্রুনের  যে দশায় কোষগুলো একটি স্তরে সজ্জিত হয়ে ফাপা বলের ন্যায় গঠন সৃষ্টি হয়, তাকে বলা হয় ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট 

 

ব্লাস্টোডার্ম :

  ব্লাস্টুলায় উৎপন্ন কোষের স্তরটিকে বলা হয় ব্লাস্টোডার্ম 

 

ব্লাস্টোসিল : 

ব্লাস্টুলায় বিদ্যমান গহবরটিকে বলা হয় ব্লাস্টোসিল 


গ্যাস্ট্রুলা : 

ভ্রুণের যে দশায় কোষ গুলো দুইটি বা তিনটি স্তরে সজ্জিত হয় তাকে বলা হয় গ্যাস্ট্রুলা 

 

দ্বিস্তরী প্রানী :

  যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় দুইটি স্তর (এক্টোডার্ম ও এন্ডোডার্ম) সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী 


ত্রিস্তরী প্রানী : 

 যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় তিনটি স্তর (এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম) সৃষ্টি হয় তাদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী 


অর্গানোজেনেসিস : 

ভ্রুণের স্তরগুলো থেকে দেহের বিভিন্ন অঙ্গ সৃষ্টির প্রক্রিয়াক বলা হয় অর্গানোজেনেসিস


বিস্তারিত এই ভিডিওতে



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

Biology Helpline, Embryonic development in Bangla, Stages of embryonic development, biology, developmental biology, different stages of embryonic development in humans, embryo, embryo development, embryogenesis, embryology, embryonic development in insects, embryonic development of chicken, embryonic development of human, general stages of embryonic development, stages of early embryonic development