রাজ্য : ফানজাই
মাইসেলিয়াম :
ছত্রাকের সরু সুতার মত দেহকে মাইসেলিয়াম বলে
ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য সমূহ -
১/ এরা প্রকৃত কোষী অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট।
২/ অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী।
৩/ দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
৪/ কোষপ্রাচীরের প্রধান উপাদান কাইটিন ।
৫/ খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে।
৬/ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত।
৭/ হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে।
বিস্তারিত এই ভিডিওতে
biology, Biology Helpline, Kingdom Fungi, SSC Biology chapter 1, kingdom fungi class 9, kingdom fungi in Bangla, kingdom fungi characteristics, kingdom fungi features, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
#biologyhelpline