রাজ্য : মনেরা
ফিলামেন্ট :
একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে লম্বা ফিতার ন্যায় গঠন সৃষ্টি হলে তাকে বলা হয় ফিলামেন্ট
কলোনিয়াল :
অনেকে এক সঙ্গে দলবদ্ধ ভাবে বাস করে
ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া (নীলাভ সবুজ শৈবাল) এই জগতের অন্তর্ভুক্ত
মনেরা রাজ্যের বৈশিষ্ট্য সমূহ -
১/ এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল ।
২/ কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই ।
৩/ এদের কোষে প্লাস্টিড, মাইটোকনড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে।
৪/ কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
৫/ প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।
বিস্তারিত এই ভিডিওতে
biology, Biology Helpline, Kingdom Monera, SSC Biology chapter 1, monera kingdom, রাজ্য : মনেরা, Kingdom Monera in Bangla, মনেরা রাজ্যের বৈশিষ্ট্য, kingdom monera class 9, kingdom monera video, kingdom monera features, kingdom monera characteristics
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়