Biology 1st paper chapter 2
কোষ বিভাজন MCQ
Biology 1st paper chapter 2 Notes
1. প্রোফেজ-১ হয় -
i) যকৃতে ii) শুক্রাশয়ে iii) ডিম্বাশয়ে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. আমাদের হাতে পায়ে আছে -
i) হোমোলোগাস ক্রোমোজোম ii) অটোজোম iii) সেক্স ক্রোমোজোম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. ক্রোমোজোমের বিভাজন ঘটে যেখানে -
i) মাইটোসিস ii) মিয়োসিস-১ iii) মিয়োসিস-২
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. একটি কোষ বিভাজিত হয়ে চারটি কোষ উৎপন্ন হয় যেখানে -
i) শুক্রাশয়ে ii) ডিম্বকে iii) পরাগথলীতে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. স্পোর উৎপন্ন হয় যেখানে -
i) পরাগথলী ii) ডিম্বক iii) স্পোরাঞ্জিয়াম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. মাইটোসিস এবং মিয়োসিস উভয়ই হয় -
i) ডিম্বাশয়ে ii) শুক্রাশয়ে iii) পরাগধানীতে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. সেক্স ক্রোমোজোম বিদ্যমান -
i) হাতে ii) শুক্রাশয়ে iii) ডিম্বাশয়ে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. স্পোরিক মিয়োসিস হয় -
i) পরাগথলীতে ii) ডিম্বকে iii) শুক্রাশয়ে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কখন ?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মায়োসিস ১
ঘ) মায়োসিস ২
10. কোষে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় কখন ?
ক) প্রোফেজ ১
খ) মেটাফেজ ১
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
11. নিউক্লিয়াসে DNA এর সংখ্যা দ্বিগুণ হয় কোন ধাপে ?
ক) M
খ) G1
গ) S
ঘ) G2
12. ক্রোমোজোম জোড়া বাধে কোন উপধাপে ?
ক) ল্যাপ্টোটিন
খ) জাইগোটিন
গ) প্যাকাইটিন
ঘ) ডিপ্লোটিন
13. কোন ধাপে সমস্ত ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) এনাফেজ
ঘ) টেলোফেজ
14. বিভাজিত হয় না -
i) অপত্য কোষ ii) শুক্রাণু iii) ডিম্বানু
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. কোষ বিভাজন কে আবিষ্কার করেন ?
ক) রবার্ট হুক
খ) রবার্ট ব্রাউন
গ) আলেকজান্ডার ফ্লেমিং
ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল
16. মাতৃকোষ -
i) হ্যাপ্লয়েড ii) ডিপ্লয়েড iii) ট্রিপ্লয়েড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. মায়োসিস প্রক্রিয়ায় উদ্ভিদে উৎপন্ন হয় -
i) শুক্রানু ii) স্ত্রীরেনু iii) পরাগরেণু
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে আমাদের কতটি ক্রোমোজোম অবস্থান করে ?
ক) ২
খ) ৪
গ) ২৩
ঘ) ৪৬
19. মায়োসিসে হয় -
i) সিন্যাপসিস ii) ক্রসিং ওভার iii) ইন্টারকাইনেসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. মাইটোসিসে হয় -
i) ক্যারিয়োকাইনেসিস ii) ইন্টারকাইনেসিস iii) মেটাকাইনেসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. মাইটোসিস হয় যে কোষে -
i) হ্যাপ্লয়েড ii) ডিপ্লয়েড iii) ট্রিপ্লয়েড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. জননাঙ্গে সৃষ্টি হয় -
i) বাইভ্যালেন্ট ii) কায়াজমা iii) টেট্রাড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. আমাদের ৪৬ টি ক্রোমোজোম আছে -
i) দেহ কোষে ii) মাতৃকোষে iii) অপত্য কোষে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
24. হোমোলোগাস ক্রোমোজোমের জিন বিনিময় আবিষ্কার করেন -
ক) মারগুলিস
খ) মর্গান
গ) খোরানা
ঘ) ফন্টানা
25. মাইটোসিস প্রক্রিয়ায় উদ্ভিদে উৎপন্ন হয় -
i) পরাগরেণু ii) শুক্রানু iii) ডিম্বানু
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন. 1st paper Chapter 4 MCQ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
প্রথমে নিজে উত্তর দাও । তারপর
এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও