Biology 2nd paper Chapter 5
শ্বসন ও শ্বাসক্রিয়া MCQ
2nd paper chapter 5 Notes
1. শ্বসন হয় -
i) ফুসফুসে ii) ফুলকায় iii) বৃক্কে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. শ্বসনিক বস্তু -
i) অ্যামাইনো এসিড ii) ফ্যাটি এসিড iii) গ্লুকোজ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
শ্বসন ও শ্বাসক্রিয়া mcq
3. তরুনাস্থি যেখানে বিদ্যমান -
i) ব্রঙ্কিওল ii) ব্রঙ্কাস iii) ট্রাকিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. হাইলাম বিদ্যমান -
i) যকৃতে ii) ফুসফুসে iii) বৃক্কে
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. সিলিয়া বিদ্যমান -
i) নাসাগহ্বর ii) ট্রাকিয়া iii) ব্রঙ্কিওল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে -
i) ব্রঙ্কাস ii) ধমনি iii) শিরা
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. প্রশ্বাসের সময় সংকুচিত হয় -
i) ডায়াফ্রাম ii) ইন্টারকোস্টাল পেশি iii) অ্যালভিওলাস
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii
8. সারফ্যাকটেন্ট ক্ষরিত হয় কোন কোষ থেকে ?
ক) কোয়ানোসাইট কোষ
খ) সেপ্টাল কোষ
গ) ম্যাক্রোফেজ কোষ
ঘ) সারটলি কোষ
9. ট্রাবেকুলি আমাদের কোন অঙ্গে ?
ক) ফুসফুস
খ) টিবিয়া
গ) ট্রাকিয়া
ঘ) ডায়াফ্রাম
10. লোহিতকণিকা পরিবহন করে -
i) কার্বামিনোহিমোগ্লোবিন ii) অক্সিহিমোগ্লোবিন iii) সোডিয়াম বাইকার্বোনেট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. মেডুলার পাশে অবস্থিত -
i) নি:শ্বাস কেন্দ্র ii) নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র iii) প্রশ্বাস কেন্দ্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. আমাদের সাইনাস আছ -
i) চোখের পিছনে ii) গালে iii) দুই চোখের মাঝখানে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. ইউস্টেশিয়ান নালি -
i) সাইনুসাইটিস এর কারন হতে পারে ii) মধ্যকর্ন ও গলবিলের মাঝে iii) তরুণাস্থি দ্বারা গঠিত
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. আমাদের আছে
i) ম্যালপিজিয়ান নালি ii) উইর্সাং নালি iii) ইউস্টেশিয়ান নালি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. Adam's apple এ বিদ্যমান তরুণাস্থি -
i) থাইরয়েড ii) ক্যালসিফাইড iii) হায়ালিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. অ্যাট্রিয়াম আছে -
i) আমাদেঅ শ্বসনতন্ত্রে ii) ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্রে iii) আমাদের রক্ত সংবহন তন্ত্রে
কোনটি সঠিক?
ক) i খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. টিস্যুতে অক্সিজেনের যোগান সম্পূর্ণরূপে বন্ধ হলে সৃষ্টি হয় -
ক) অ্যাপনিয়া
খ) অ্যানক্সিয়া
গ) হাইপক্সিয়া
ঘ) ডিসপনিয়া
18. এক অনু হিমোগ্লোবিন কত অনু অক্সিজেন বহন করে -
ক) ১
খ) ২
গ) ৪
ঘ) ৮
19. সারফ্যাকট্যান্ট -
i) সারফেস টেনশন বৃদ্ধি করে ii) ভ্রুনের ২৩ সপ্তায় ক্ষরন শুরু হয় iii) অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. পালমোনারি মূলে বিদ্যমান -
i) ব্রঙ্কাস ii) ধমনি iii) শিরা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. মাইটোকন্ড্রিয়ায় হয় -
i) সাইট্রিক এসিড চক্র ii) ট্রাই কার্বোক্সিলিক এসিড চক্র iii) ক্রেবস চক্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. সেগমেন্টাল ব্রঙ্কাসের আরেক নাম -
ক) ব্রঙ্কিওল
খ) প্রাইমারি ব্রঙ্কাস
গ) সেকেন্ডারি ব্রঙ্কাস
ঘ) টার্শিয়ারি ব্রঙ্কাস
23. স্বরযন্ত্রের মুখ বন্ধ করে -
ক) ভেস্টিবিউল
খ) ইউভিউলা
গ) এপিগ্লটিস
ঘ) গ্লটিস
24. আমাদের আছে ১৮ টি -
ক) সেগমেন্ট
খ) লোবিওল
গ) ব্রঙ্কিওল
ঘ) লোব
25. শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যে স্নায়ু -
i) অলফ্যাক্টরি ii) ভ্যাগাস iii) গ্লসোফ্যারিঞ্জিয়াল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
আরও দেখুন. 2nd paper Chapter 7 MCQ