special mcq on biology 2nd paper chapter 11

 

 Biology 2nd paper Chapter 7

চলন ও অঙ্গচালনা MCQ

 

 2nd paper chapter 7 Notes

 

 1. যোজক টিস্যু -

 i) অস্থি     ii) তরুনাস্থি    iii) রক্ত

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


2. অক্ষীয় কঙ্কালে বিদ্যমান -

 i) ক্ল্যাভিকল    ii) স্টার্নাম   iii) কশেরুকা

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  



 3. তরুনাস্থি যেখানে বিদ্যমান -

 i) ইউস্টেশিয়ান নালি    ii) ব্রঙ্কাস     iii) ট্রাকিয়া

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  



4. অস্থির মধ্যে যে নালি রয়েছে  -

 i) হ্যাভারশিয়ান    ii) ইউস্টেশিয়ান   iii) ভকম্যান

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii



 5. যে অস্থিতে ফোরামেন বিদ্যমান  -

 i) কশেরুকা     ii) হিপবোন    iii) অক্সিপিটাল

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  



6.  পেশিতে আছে -

 i) ইন্টারভার্টিব্রাল ডিস্ক    ii) সারকোলেমা    iii) মায়োফাইব্রিল

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii



7. কব্জা সন্ধি -

 i) কনুই    ii) জানু    iii) আঙ্গুলের সন্ধি

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii



8. আমাদের আছে সবচেয়ে বেশি -
ক) কশেরুকা
খ) পর্শুকা
গ) ফ্যালাঞ্জেস
ঘ) করোটিকার অস্থি


 9. সবচেয়ে শক্ত কোন তরুনাস্থি  ?
ক) শ্বেত তন্তুময়
খ) পীত তন্তুময়
গ) হায়ালিন
ঘ) ক্যালসিফাইড


10. ভাসমান পর্শুকা কত জোড়া ?
ক) ১২
খ) ৭
গ) ৫
ঘ) ২


 11. আমাদের আছে ৫টি  --- কশেরুকা

 i) গ্রীবাদেশীয়    ii) কটিদেশীয়    iii) শ্রোনিদেশীয়

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  

 
12. সাইনাস বিদ্যমান যে অস্থিতে -

 i) এথময়েড    ii) স্ফ্যানয়েড    iii) ম্যাক্সিলা

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  

 
13. হ্যাভারসিয়ান তন্ত্রে আছে -

 i) পেরিঅস্টিয়াম    ii) ক্যানালিকুলি   iii) ল্যামেলা

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


14.  অস্থি -

 i) যোজক কলা   ii) রক্তকনিকা উৎপাদন করে    iii) স্থিতিস্থাপক

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


15. প্রথম শ্রেনির লিভারে মাঝখানে থাকে -
ক) বল
খ) ভার
গ) ফালক্রাম
ঘ) প্রচেষ্টা



16. অনৈচ্চিক পেশি আছে  -

 i) যকৃতে   ii) পাকস্থলীতে    iii) ক্ষুদ্রান্ত্রে

কোনটি সঠিক?
ক) i  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  
 

 17. বহু নিউক্লিয়াস আছে কোন কোষে -
ক) হৃৎপেশি কোষ
খ) অস্টিওসাইট
গ) কন্ড্রোসাইট
ঘ) ঐচ্ছিক পেশি কোষ

 
18. হিউমেরাসের মস্তক কোথায় আটকানো থাকে   -
ক) কনুই
খ) অ্যাসাটাবুলাম
গ) গ্ল্যানয়েড গহ্বর
ঘ) হাটু

19. আমাদের আছে ২ টি  -

 i) প্যাটেলা    ii) স্ক্যাপুলা   iii) প্যালেটাইন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


20. করোটিকার অস্থি -

 i) এথময়েড    ii) প্যালেটাইন    iii) স্ফেনয়েড

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


21. অবটুরেটর ফোরামেন কোথায়  -
ক) শ্রোনি চক্র
খ) বক্ষ-অস্থি চক্র
গ) কশেরুকা
ঘ) অক্সিপিটাল


22. Beauty Bone হলো -
ক) স্যাক্রাম
খ) স্টার্নাম
গ) ক্ল্যাভিকল
ঘ) ফ্রন্টাল


 23. গ্লিনয়েড গহ্বর কোন অস্থিতে  -
ক) স্ক্যাপুলা
খ) হিপবোন
গ) ভোমার
ঘ) অক্সিপিটাল

 
24. আমাদের আছে ৫৬ টি -
ক) অক্ষীয় কঙ্কালের অস্থি
খ) ফ্যালাঞ্জেস
গ) পর্শুকা
ঘ) কশেরুকা


25. ইন্টারভার্টিব্রাল ডিস্ক কোন ধরনের তরুণাস্থি -
ক) হায়ালিন
খ) পীততন্তুময়
গ) শ্বেততন্তুময়
ঘ) ক্যালসিফাইড

 

আরও দেখুন. Chapter 11 MCQ


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall


প্রথমে নিজে উত্তর দাও । তারপর

এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও


#biologyhelpline